চট্টগ্রামে তামিমের অম্ল-মধুর অভিজ্ঞতা
চট্টগ্রামে খেলা হলে তামিম ইকবালের প্রতি সবার আলাদা দৃষ্টি থাকে। নিজের শহরে বাংলাদেশের বাঁহাতি ওপেনারের পারফরম্যান্স খুব ভালোও নয়, আবার খুব খারাপও নয়। বলা যায়, চট্টগ্রামে তামিমের অম্ল-মধুর অভিজ্ঞতা। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে একাদশ টেস্ট খেলতে নেমে একটি শতক আর পাঁচটি অর্ধশতক করলেও তিনবার শূন্য রানে আউট হওয়ার লজ্জায় পড়তে হয়েছে তাঁকে।
চট্টগ্রামে তামিমের সেরা পারফরম্যান্স গত নভেম্বরে, জিম্বাবুয়ের বিপক্ষে। এই মাঠে দশম টেস্ট খেলতে নেমে প্রথম ইনিংসে ১০৯ রানের পর দ্বিতীয় ইনিংসে করেছিলেন ৬৫ রান। এখনো পর্যন্ত চট্টগ্রামে তামিমের এই একটাই টেস্ট শতক।
বুধবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে নিজের একাদশ টেস্টের প্রথম ইনিংসে তামিমের অবদান ৫৭ রান। নিজের শহরের টেস্ট ভেন্যুতে তামিম প্রথম ম্যাচও খেলেছিলেন প্রোটিয়াদের বিপক্ষে। ২০০৮ সালে অনুষ্ঠিত সেই টেস্টে অবশ্য তেমন ভালো করতে পারেননি। প্রথম ইনিংসে ১৪ রানের পর দ্বিতীয় ইনিংসে আউট হয়ে যান নয় রান করে।
চট্টগ্রামে ২১ ইনিংসে ব্যাট করে ৩৩.০৯ গড়ে তামিমের রান ৬৯৫। যদিও টেস্ট ক্যারিয়ারে তাঁর গড় অনেক ভালো, ৩৯.৮৯। একটি সেঞ্চুরি ও পাঁচটি হাফ সেঞ্চুরি করলেও তিনবার শূন্য এবং বাকি ১২ ইনিংসে বেশ কয়েকবার অল্প রানে আউট হওয়ার জন্যই নিজের শহরে তামিমের গড় এত কম।
৪১তম টেস্ট খেলতে নামা তামিম সাতটি শতক ও ১৮টি অর্ধশতকসহ ৩,১১২ রান করেছেন এখন পর্যন্ত।