অন্তত ৪০০ রান চাই বাংলাদেশের
চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের স্কোর ১৭৯/৪। ২৪৮ রান করা দক্ষিণ আফ্রিকার চেয়ে স্বাগতিক দল এখনো ৬৯ রানে পিছিয়ে। মাহমুদউল্লাহর বিশ্বাস, এই ঘাটতি পুষিয়ে বাংলাদেশের পক্ষে বড় ‘লিড’ নেওয়া সম্ভব। প্রথম ইনিংসে অন্তত ৪০০ রানের লক্ষ্যের কথাও জানালেন এই মিডল অর্ডার ব্যাটসম্যান।
বুধবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দ্বিতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে মাহমুদউল্লাহ বলেন, ‘এখন আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো তৃতীয় দিনের প্রথম সেশন। বৃহস্পতিবার প্রথম সেশন কোনো উইকেট না হারিয়ে পার করতে পারলে দারুণ হবে। পরের ব্যাটসম্যানরা যত বড় পার্টনারশিপ গড়তে পারবে ততই আমাদের জন্য মঙ্গল। তাহলেই ইনিংসটা আরো বড় করা সম্ভব।’
এরপর প্রথম ইনিংসে লক্ষ্যের কথা জানিয়ে দ্বিতীয় দিনের সেরা ব্যাটসম্যানের মন্তব্য, ‘বাংলাদেশ দল এখন যে অবস্থায় আছে তাতে ভালো একটা ইনিংস দাঁড় করানো অসম্ভব কিছু নয়। আমার মনে হয় ৪০০ রান খুব ভালো স্কোর। তাহলে বড় লিড নিয়ে প্রতিপক্ষকে চাপে ফেলা যাবে।’
এ বছর চতুর্থ টেস্ট খেলতে নেমে প্রথম অর্ধশতকের দেখা পেয়েছেন মাহমুদউল্লাহ। ৬৭ রানের ইনিংসটাকে তিন অঙ্কের ঘরে নিয়ে যাওয়া সম্ভব ছিল কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘শতকের চেয়েও আমার চেষ্টা ছিল অপরাজিত থেকে দিন শেষ করা। তবে সেটা পারিনি বলে আমার তেমন দুঃখ নেই। আগামীতে আরো ভালো করার চেষ্টা থাকবে।’