‘বাংলাদেশ ৬৫ : দক্ষিণ আফ্রিকা ৩৫’
চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন শেষে বাংলাদেশ কিছুটা হলেও সুবিধাজনক অবস্থায়। মাহমুদউল্লাহ তো দলকে অনেকখানি এগিয়েই রাখছেন। এই মিডল অর্ডার ব্যাটসম্যানের বিশ্বাস, খেলার অবস্থান বিচারে বাংলাদেশের এগিয়ে থাকার হার ৬৫ : ৩৫।
বুধবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দ্বিতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে মাহমুদউল্লাহ বলেন, ‘প্রথম দিনে দক্ষিণ আফ্রিকাকে ২৪৮ রানে অলআউট করতে পারা আমাদের জন্য পজিটিভ দিক। দ্বিতীয় দিন শেষে ১৭৯ রান তুলতে চার উইকেট হারিয়ে ফেললেও আমরা যথেষ্ট ভালো অবস্থানে আছি। এ ক্ষেত্রে পয়েন্ট দেওয়া হলে বাংলাদেশ পাবে ৬৫, আর প্রোটিয়ারা ৩৫।’
দিনের শুরুতে ব্যাটিং করতে বেশ সমস্যা হচ্ছিল জানিয়ে মাহমুদউল্লাহ বলেন, ‘দিনের শুরুতে উইকেট কিছুটা টাফ ছিল। সে সময় দক্ষিণ আফ্রিকার বোলাররা আমাদের বেশ ভালোই ভুগিয়েছে। তবে সময় যত গড়িয়েছে ততই ব্যাটিং করা সহজ হয়ে পড়েছে। অবশ্য তামিম আর আমার লক্ষ্য ছিল আরো বড় পার্টনারশিপ গড়া। আমরা দিনের শেষ পর্যন্ত অপরাজিত থাকতে পারলে দলের অবস্থান আরো মজবুত হতো।’
স্টেইন-মরকেল-ফিল্যান্ডারকে নিয়ে গড়া ভয়ঙ্কর পেস আক্রমণ ভালোমতো সামলালেও বাংলাদেশের দুই ওপেনারকে ফিরতে হয়েছে দুই ‘অনিয়মিত’ বোলারের শিকার হয়ে। মাহমুদউল্লাহ অবশ্য স্টিয়ান ভ্যান জিল আর ডিন এলগারকে অনিয়মিত বোলার বলতে নারাজ, ‘দক্ষিণ আফ্রিকার কোনো বোলারকেই পার্ট টাইমার বলা ঠিক হবে না। আমরা ওদের সম্ভাব্য সব বোলারের ভিডিও বিশ্লেষণ করে দেখেছি। আমি তো বলব আমরা ভালো বলেই আউট হয়েছি।’