বাংলাদেশকে এগিয়ে রাখছেন প্রোটিয়া বোলিং কোচও
ব্যাট হাতে ব্যর্থতার পর বোলাররাও তেমন সুবিধা করতে পারছেন না। তাই প্রথম টেস্টের দ্বিতীয় দিন শেষে দক্ষিণ আফ্রিকা বেশ চাপের মধ্যে। অতিথিদের বোলিং কোচ শার্ল ল্যাঙ্গভেল্টও তা স্বীকার করে নিচ্ছেন অকপটে। চট্টগ্রামে বাংলাদেশকেই এগিয়ে রাখছেন এই সাবেক পেসার।
বুধবার দ্বিতীয় দিনের খেলা শেষে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে ল্যাঙ্গভেল্ট বলেন, ‘বেশ কঠিন একটা দিন পার করলাম আমরা। আজ বাংলাদেশ বেশ ভালো ব্যাট করেছে। তাই বলে বলছি না যে আমাদের বোলাররা খারাপ বল করেছে। আসলে দিনটা ছিল বাংলাদেশের।’
চট্টগ্রাম টেস্টে স্বাগতিক দলকে এগিয়ে রেখে প্রোটিয়াদের বোলিং কোচের মন্তব্য, ‘এই ম্যাচে এখন বাংলাদেশেরই প্রাধান্য। আমি তাদের ৬০-৪০ অনুপাতে এগিয়ে রাখতে চাই।’
তাই বলে ঘুরে দাঁড়ানোর আশা ছাড়তে রাজি নন দক্ষিণ আফ্রিকার হয়ে ছয়টি টেস্ট ও ৭২টি ওয়ানডে খেলা ল্যাঙ্গভেল্ট, ‘ম্যাচের এখনো তিনদিন বাকি আছে। আমাদের পক্ষে তাই ঘুরে দাঁড়ানো সম্ভব। ছেলেরা সেই চেষ্টাই করছে। যদিও বর্তমান পরিস্থিতি বিবেচনায় আমাদের জন্য ঘুরে দাঁড়ানো খুবই কঠিন হবে।’