বেসিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে দুদকে জিজ্ঞাসাবাদ
দুর্নীতি দমন কমিশন (দুদক) বেসিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক খন্দকার মো. ইকবালকে বহুল আলোচিত সাড়ে তিন হাজার কোটি টাকার ঋণ কেলেঙ্কারির ব্যাপারে জিজ্ঞাসাবাদ করেছে।
দুদক গণসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য বার্তা সংস্থা ইউএনবিকে জানিয়েছেন, দুদক উপপরিচালক সৈয়দ ইকবাল হোসেনের নেতৃত্বে দুদকের প্রতিনিধিদল আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে সাড়ে ১০টা আধা ঘণ্টা কমিশনের প্রধান কার্যালয়ে তাঁকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসা করে।
দুদক জানিয়েছে, বিধি লঙ্ঘন করে বিভিন্ন কর্মকর্তাকে ঘুষ দিয়ে এ ব্যাংক থেকে সাড়ে তিন হাজার কোটি টাকা ঋণ নিয়েছে বিভিন্ন ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠান।
এ অভিযোগের ভিত্তিতে ২০১১ সালের দুদক একটি মামলা দায়ের করে।
সম্প্রতি বেসিক ব্যাংকের পরিচালনা পর্ষদের সঙ্গে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে তিনি বলেন, ব্যাংকটি থেকে চুরি-চামারি করে হরিলুট করা হয়েছে।