দক্ষিণ আফ্রিকায় ব্রাহ্মণবাড়িয়ার যুবককে হত্যা
দক্ষিণ আফ্রিকার কেপটাউনে ব্রাহ্মণবাড়িয়ার এক যুবককে ছুরিকাঘাত ও জবাই করে হত্যা করেছে দুর্বত্তরা। আজ শুক্রবার ভোরে দোকানে কর্মরত অবস্থায় দুর্বৃত্তরা তাঁকে হত্যা করে বাংলাদেশি মুদ্রায় প্রায় তিন লাখ টাকা লুট করে নিয়ে যায় বলে স্বজনরা জানিয়েছেন।
নিহত ওয়াসিম মিয়া (২১) ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার আমতলী গ্রামের খায়েশ মিয়ার ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, চলতি বছরের ১০ জানুয়ারি ওয়াসিম মিয়া (২১) জীবিকা নির্বাহের জন্য দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান। সেখানে তিনি তাঁর বড় ভাই জাকিরের সঙ্গে দোকানে কাজ করতেন। আজ শুক্রবার ভোরে দোকানে কর্মরত অবস্থায় দুর্বৃত্তরা তাঁকে উপর্যুপরি ছুরিকাঘাত ও কুপিয়ে বাংলাদেশি মুদ্রায় প্রায় তিন লাখ টাকা লুট করে নিয়ে যায়। সকালে তাঁর মৃত্যুর সংবাদ আমতলী গ্রামের বাড়িতে পৌঁছালে সেখানে শোকের ছায়া নেমে আসে। মৃত্যুর সংবাদ শুনে বারবার মূর্চ্ছা যাচ্ছেন তাঁর পরিবারের সদস্যরা।
নিহতের বাবা খায়েশ মিয়া এনটিভি অনলাইনকে জানান, তাঁর ছোট ছেলের খুনের ব্যাপারটি দক্ষিণ আফ্রিকা থেকে তাঁর বড় ছেলে নিশ্চিত করেছেন।
তবে সরকারের পক্ষ থেকে এখনো কোনো খবর জানা যায়নি।
জেলা প্রশাসক ড. মো. মোশারফ হোসেন এনটিভি অনলাইনকে বলেন, ‘আমরা এখনো আনুষ্ঠানিকভাবে কোনো খবর পাইনি। তবে গণমাধ্যমে বিষয়টি জেনেছি।’