রাজনের খুনিদের শাস্তির দাবিতে পাবনায় মানববন্ধন
সিলেটে শিশু শেখ সামিউল আলম রাজনকে নির্মমভাবে পিটিয়ে হত্যার প্রতিবাদে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ শুক্রবার পাবনায় মানববন্ধন করা হয়েছে।
উত্তরণ সাহিত্য আসর কেন্দ্রীয় কমিটির ব্যানারে কবি-সাহিত্যিক ও সাংবাদিকরা আজ বেলা ১১টার দিকে পাবনা প্রেসক্লাবের সামনে আবদুল হামিদ সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন। এতে সাংস্কৃতিক কর্মী, সাংবাদিক, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধন চলাকালে বক্তব্য দেন উত্তরণ সাহিত্য আসরের সভাপতি কবি আলমগীর কবির হৃদয়, সাধারণ সম্পাদক পলাশ আবদুল্লাহ, সাংগঠনিক সম্পাদক শিশির ইসলাম, কথাসাহিত্যিক সাঈদ হাসান দারা, উপদেষ্টা কবি এনামুল হক টগর, উপদেষ্টা মির্জা গোলাম রব্বানী, দৈনিক সিনসা সম্পাদক এস এম মাহবুব আলম, ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটসের পাবনা জেলা কমিটির সভপতি আবদুল জব্বার, সহ-সাধারণ সম্পাদক সালেক শিবলু, সহ-সাধারণ সম্পাদক মাসুদ হাসান রনি, সাংগঠনিক সম্পাদক শিশির ইসলাম, অর্থ সম্পাদক সামুন সাব্বির, সহ-সাংস্কৃতিক সম্পাদক কে এম বৃষ্টি, সাহিত্য সম্পাদক এনামুল মানিক, আন্তর্জাতিক সম্পাদক আজাদ এহতেশাম, নির্বাহী সদস্য কবি ইদ্রিস আলী, জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ খোন্দকার ইদ্রিস আলী, সোনার বাংলা মা একাডেমির সুমন আহমেদ, শাখা সমন্বয় সম্পাদক জিনিয়া ফেরদৌস সুমি, দপ্তর সম্পাদক মেঘলা আক্তার মেঘ, প্রচার সম্পাদক কাজী মাহবুব মোর্শেদ বাবলা, সহ-প্রচার সম্পাদক আনোয়ার হোসেন, থিয়েটার ৭৭-এর সদস্য তানভীর আহমেদ, রোটারিয়ান জিয়াউর রহমান জিউ, কণ্ঠশিল্পী হালিম বয়াতি, এস এ টিভির পাবনা প্রতিনিধি কলিট তালুকদার, দৈনিক সিনসার নির্বাহী সম্পাদক আমিনুর রহমান খান, সাংবাদিক হাসান আলী।
এ ছাড়া বক্তব্য দেন ডা. মো. হেলাল উদ্দিন, বাবুল আহমেদ, অধ্যাপক ডা. আবু সাঈদ, কৃষক লীগের সহ-সভাপতি হাবিবুর রহমান হাবিব প্রমুখ।
বক্তারা অবিলম্বে রাজন হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।