সিলেটে সাপের বিষ, আগ্নেয়াস্ত্রসহ আটক ৭
সিলেটের কানাইঘাট উপজেলা থেকে কোবরা সাপের ১২ পাউন্ড বিষ ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে র্যাব। এ সময় আটক করা হয়েছে সাতজনকে। বিষের সঙ্গে থাকা ক্যাটালগে উল্লেখিত ১৯৮৬ সালের দর অনুযায়ী এর মূল্য প্রায় ৪৬ কোটি টাকা।
র্যাব ৯-এ কর্মরত সহকারী পুলিশ সুপার (এএসপি) পংকজ কুমার দে জানান, আজ শুক্রবার বেলা সাড়ে ১১টায় র্যাব ৯-এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে কানাইঘাটের সাউদগ্রামের সিফাতুর রহমানের বাড়িতে অভিযান চালিয়ে এগুলো উদ্ধার করে। অভিযানে সাপের বিষ ছাড়াও একটি রিভলবার, চারটি গুলি, একটি প্রাইভেট কারসহ সাতজনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন সিফাতুর রহমান, নজরুল আলম নান্নু, মো. আবু হাছান, শহীদুল ইসলাম অনুজ, মো. আবদুল মালিক, খন্দকার আবদুল ওয়াহিদ ও মতিলাল আচার্য।
এ চোরাচালান আন্তর্জাতিক চক্রের মাধ্যমে পরিচালিত হয় উল্লেখ করে এএসপি পংকজ কুমার দে জানান, আটক সবাই আন্তর্জাতিক চোরাচালানি দলের সদস্য। সাপের বিষ গত কয়েকদিনের মধ্যে দেশে আনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ছাড়া চক্রটি কয়েকদিনের মধ্যেই আবার অন্য গন্তব্যে নেওয়ার প্রক্রিয়া চালাচ্ছিল। র্যাব আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে আরো তথ্য বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।