এইচএসসির ফল ৯ আগস্ট
আগামী ৯ আগস্ট এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে । আজ রোববার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সাংবাদিকদের এ তথ্য জানান ।
শিক্ষামন্ত্রী জানান, ওই দিন দুপুরে আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে ফলাফল ঘোষণা করা হবে । শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে ফলাফল পাওয়া যাবে ।
ব্রিফিংয়ের আগে মন্ত্রী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে তাঁর দপ্তরে মতবিনিময় করেন । জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যা নিয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে আসেন । শিক্ষামন্ত্রী সে সমস্যাগুলো পর্যায়ক্রমে সমাধান করার আশ্বাস দেন ।
হরতাল ও অবরোধের মধ্যেই গত ১ এপ্রিল এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় । এতে অংশ নেয় প্রায় ১২ লাখ শিক্ষার্থী।