সিলেটে শিশু রাজন হত্যা : সহস্রাধিক শিক্ষার্থীর মানববন্ধন
শিশু শেখ সামিউল আলম রাজনের খুনিদের ফাঁসির দাবিতে সিলেটের অর্ধশতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মানববন্ধন করেছে। আজ সোমবার দুপুরে রাজনের গ্রামের বাড়ি সদর উপজেলার টুকেরবাজার ইউনিয়নের বাদেআলী গ্রামে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন শেষে শিশু-কিশোর সমাবেশে সভাপতিত্ব করেন শিশু ইসমাইল খান আব্দুল্লাহ। বক্তব্য দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, বিএনপি নেতা খন্দকার আবদুল মোক্তাদির, টুকেরবাজার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুশ শহীদ, লে. কর্নেল (অব.) সৈয়দ আলী আহমদ, সিলেট সদর উপজেলার ভাইস চেয়ারম্যান জৈন উদ্দিন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল কাশেম, হাজী আব্দুছ ছাত্তার উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক আব্দুল মালিক। উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, জনপ্রতিনিধি, শিক্ষক ও স্থানীয় লোকজন।
মানববন্ধন চলার সময় সমাবেশে বক্তারা বলেন, জনগণই রাজনের হত্যাকারীদের পুলিশে ধরিয়ে দিয়েছে। যদি হত্যাকারীদের দৃষ্টান্তমূলক বিচার না হয়, তখন এ জনগণই আবার দুর্বার আন্দোলন গড়ে তুলবে। এ ছাড়া পুলিশ কর্মকর্তাদের জড়িত থাকার বিষয়টি প্রমাণিত হওয়ায় নিরাপত্তায় নিয়োজিত পুলিশের ওপর থেকে ভরসা হারিয়ে ফেলেছে সাধারণ মানুষ।
বক্তারা যথাযথ দায়িত্ব পালনের মাধ্যমে পুলিশ সদস্যদের নিজেদের ভাবমূর্তি পুনরুদ্ধারের জন্য আহ্বান জানান।
মানববন্ধনে বাদেআলী সরকারি প্রাথমিক বিদ্যালয়, লন্ডন ইন্টারন্যাশনাল স্কুল, অনন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাজী আজিজুর রহমান আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, হাতিম চৌধুরী মাদ্রাসা, মেদিনী মহল সরকারি প্রাথমিক বিদ্যালয়, সোনার বাংলা একাডেমি, বাছিতপুর-সুজাতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, লাইছিম একাডেমি, শাহ সুদারাম সরকারি প্রাথমিক বিদ্যালয়, গার্ন ফেয়ার একাডেমি, ওয়াতির আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়, এম এ হাশিম একাডেমি, হাজী রশিদ আলী হাই স্কুল, ওদুদ আক্তার কিন্ডার গার্টেন, ছানোপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ইনাতাবাদ প্রাথমিক বিদ্যালয়, সদর খোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাজী আব্দুস ছত্তার হাই স্কুল, হাজী আব্দুস ছাত্তার সরকারি প্রাথমিক বিদ্যালয়, শেখ পাড়া প্রাথমিক বিদ্যালয়, গোপাল সরকারি প্রাথমিক বিদ্যালয়, মডার্ন একাডেমি, তিলকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, কান্দিগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়, যোগীরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়, নলকট সরকারি প্রাথমিক বিদ্যালয়, জালালাবাদ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ক্যামব্রিজ ইন্টারন্যাশনার স্কুল, নাজিরেরগাঁও প্রাথমিক বিদ্যালয়, গুপ্তরগাঁও হাফিজিয়া দাখিল মাদ্রাসা, আবদুল গফুর সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ অর্ধশতাধিক স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেয়।
এর আগে সকাল ১০টা থেকে বিভিন্ন স্কুল থেকে ব্যানার নিয়ে রাজন হত্যাকারীদের ফাঁসির দাবিতে নানা স্লোগান দিয়ে রাজনের বাড়ির সামনে উপস্থিত হন শিক্ষক-শিক্ষার্থীরা।
গত ৮ জুলাই শিশু রাজনকে অমানুষিক নির্যাতনের পর হত্যা করা হয়। নির্যাতনের সে দৃশ্য ভিডিও করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হলে দেশব্যাপী তোলপাড় সৃষ্টি হয়।