‘মিরপুর টেস্টে ভালো খেলতে চাই’
মুশফিকুর রহিম বাংলাদেশের অন্যতম সেরা ব্যাটসম্যান, ধারাবাহিকতার প্রতিমূর্তি। কেউ কেউ তাঁকে রান-মেশিন বলতেও দ্বিধা করেন না। অথচ গত এপ্রিলে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ থেকেই মুশফিকের ব্যাটে রান-খরা! এ নিয়ে বাংলাদেশের টেস্ট অধিনায়ক নিজেও চিন্তিত। সব হতাশা পেছনে ফেলে বৃহস্পতিবার থেকে শুরু হতে যাওয়া মিরপুর টেস্টে জ্বলে উঠতে তিনি মরিয়া।
বুধবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে মুশফিক বলেন, ‘টেস্টে এ বছর আমার পারফরম্যান্স তেমন ভালো নয়। বড় ইনিংস যে খেলতে পারছি না তা নিজেও বুঝতে পারছি। তাই প্রোটিয়াদের বিপক্ষে শেষ টেস্টে এমন ইনিংস খেলতে চাই যা দল এবং আমার ক্যারিয়ারেরও উপকারে আসবে।’
সে জন্য কঠোর পরিশ্রম করছেন বলেও জানালেন এই ডানহাতি ব্যাটসম্যান, ‘হাতের আঙুলে চোট পাওয়ার পর থেকেই আমার পারফরম্যান্সে ভাটার টান। নিজেকে ফিরে পেতে কঠোর পরিশ্রম করছি। আশা করি শিগগিরই ফর্মে ফিরতে পারব।’
উইকেটরক্ষণের দায়িত্ব ছেড়ে দিতে মানসিকভাবে প্রস্তুত কি না-এমন প্রশ্নের জবাবে মুশফিক বলেন, ‘এমনি এমনি কেউ কিছু ছেড়ে দেয় না। আমি এখনো উইকেটকিপিং এনজয় করি। দলের স্বার্থে আমাকে এখন উইকেটকিপিং করতে হচ্ছে না। তবে সময়-সুযোগ পেলে অবশ্যই উইকেটকিপিং করব।’