তামিমকে ফিরিয়ে স্টেইনের ৪০০
ডেল স্টেইন বাংলাদেশে এসেছিলেন ৪০০ উইকেটের মাইলফলক স্পর্শ করার হাতছানি নিয়ে। সে জন্য খুব বেশি অপেক্ষাও করতে হলো না এ সময়ের অন্যতম সেরা পেসারকে। বৃষ্টিবিঘ্নিত প্রথম টেস্টে তিন উইকেট নিয়ে কাজ এগিয়ে রেখেছিলেন অনেকখানি। দ্বিতীয় টেস্টের শুরুতে বাংলাদেশের ওপেনার তামিম ইকবালের উইকেট তুলে নিয়ে স্টেইন ঢুকে গেলেন ৪০০ উইকেটশিকারিদের অভিজাত ক্লাবে।
দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় বোলার হিসেবে টেস্টে ৪০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন স্টেইন। তাঁর আগে এই কীর্তি গড়েছিলেন সাবেক প্রোটিয়া অধিনায়ক শন পোলক। ৪২১ উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার পক্ষে সর্বোচ্চ উইকেটের রেকর্ডটিও আছে পোলকের দখলে। তবে খুব দ্রুতই হয়তো তাঁকে পেছনে ফেলে দিতে পারবেন স্টেইন।
তাঁর আগে টেস্টে ৪০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন মাত্র ১২ জন। এখনো খেলে যাচ্ছেন এমন খেলোয়াড়ের মধ্যে স্টেইনের আগে আছেন শুধু দুজন—ইংল্যান্ডের পেসার জেমস অ্যান্ডারসন (৪১২) ও ভারতের অফস্পিনার হরভজন সিং (৪১৬)। আর ৮০০ উইকেট নিয়ে সবার ধরাছোঁয়ার বাইরে আছেন শ্রীলঙ্কার কিংবদন্তি স্পিনার মুত্তিয়া মুরালিধরন। পেসারদের মধ্যে সবচেয়ে বেশি উইকেট শিকারের রেকর্ডটি আছে অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাকগ্রার দখলে, ৫৬৩ উইকেট।