ব্যাটিং ব্যর্থতায় মুমিনুল হতাশ
মিরপুর টেস্টের প্রথম দিনটা তেমন ভালো কাটেনি বাংলাদেশের। দিনের পঞ্চম ওভারে তামিম ইকবালকে হারানোর পর দুটো ভালো জুটি গড়ে উঠলেও দিন শেষে হতাশার চিত্র—২৪৬ রানে আট উইকেট নেই। এই ব্যর্থতায় ভীষণ হতাশ বাঁ-হাতি ব্যাটসম্যান মুমিনুল হক।
বৃহস্পতিবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে মুমিনুল বলেন, ‘আমাদের বেশির ভাগ ব্যাটসম্যানই সেট হওয়ার পর আউট হয়েছে। ভালো করার সুযোগ থাকলেও আমরা ব্যর্থ হয়েছি। শট সিলেকশনে ভুলের কারণে ব্যাটসম্যানরা নিজেদের ইনিংসকে বড় করতে পারেনি।’
ব্যাটিং-ব্যর্থতার পেছনে আরেকটা কারণও খুঁজে পেয়েছেন তিনি, ‘এই উইকেটে ব্যাটিং করতে তেমন সমস্যা হয়নি। তবে ওদের পেসাররা খুব ভালো বোলিং করেছে। ওরা নিখুঁত লাইন-লেংথে বল করায় আমাদের খেলতে খুব কষ্ট হয়েছে।’
জেপি ডুমিনির বলে কট বিহাইন্ড হয়ে ৪০ রান করে ফিরতে হয়েছে মুমিনুলকে। নিজের আউট সম্পর্কে তাঁর অভিমত, ‘শট সিলেকশনে ভুল করায় আমি আউট হয়েছি। ভুল তো মানুষ মাত্রেরই হয়ে থাকে। যেমন হয়েছে লিটন দাসের ক্ষেত্রে। সে বাজে বলে আউট হয়েছে।’
হাতে মাত্র দুই উইকেট থাকায় বাংলাদেশের প্রথম ইনিংস হয়তো খুব বেশি বড় হবে না। এ নিয়েও অনেক আক্ষেপ মুমিনুলের, ‘এখন যে অবস্থা তাতে বোঝাই যাচ্ছে খুব বেশি কিছু করা হয়তো আমাদের পক্ষে সম্ভব নয়। প্রথম ইনিংসে ৩৫০ থেকে ৪০০ রান করতে পারলে খুব ভালো হতো।’
এই টপ অর্ডার ব্যাটসম্যান এখন তাকিয়ে আছেন শেষ বিশেষজ্ঞ ব্যাটসম্যান নাসির হোসেনের দিকে, ‘আমাদের শেষ ব্যাটসম্যান হিসেবে এখন নাসির হোসেন অপরাজিত। সে ভালো করলে হয়তো প্রথম ইনিংস ৩০০ রান পর্যন্ত যেতে পারবে। তাহলে বোলাররাও কিছুটা সুবিধা পাবে।’