শেখ হাসিনার অধীনে নির্বাচনে যাবে না বিএনপি : খালেদা জিয়া
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, ৫ জানুয়ারির নির্বাচন বর্জনের সিদ্ধান্ত সঠিক ছিল। তাঁর দল শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচনে অংশ নেবে না। আল্লাহর বিচার থাকলে তাঁর দল বিএনপি আবার ক্ষমতায় আসবে।
আজ শনিবার রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক মতবিনিময় সভায় খালেদা জিয়া এ কথা বলেন। তিনি আজ রাজশাহী জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত নেতাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় বিএনপির কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। urgentPhoto
অনুষ্ঠানে খালেদা জিয়া অভিযোগ করেন, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ইস্যুতে তাঁর বক্তব্যের ভুল ব্যাখ্যা দিয়েছে কিছু গণমাধ্যম। তিনি বলেন, ‘আমরা নির্বাচন চাই এবং নির্বাচনে অংশগ্রহণ করতে চাই। কিন্তু সেই নির্বাচন হতে হবে নিরপেক্ষ সরকারের অধীনে, এটা পরিষ্কার। এটা কোনো কোনো পত্রিকা নানাভাবে অপব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছে। বিশেষ করে, অত্যন্ত দুঃখজনক, ইত্তেফাকের মতো পত্রিকায় এটাকে নিয়ে বিভ্রান্তি ছড়িয়েছে। আমাদের কোনো অবস্থান পরিবর্তন হয়নি। আমরা গণতান্ত্রিক দল। নির্বাচনের মাধ্যমে জনগণের ক্ষমতায় আমরা বিশ্বাস করি।’
বিএনপিকে ধ্বংস করার কোনো ষড়যন্ত্রই সফল হবে উল্লেখ করে বিএনপির চেয়ারপারসন বলেন বরং নিজেদের ভুলেই আওয়ামী লীগ দিন দিন ধ্বংস হচ্ছে। তিনি বলেন, ‘আওয়ামী লীগে আজকে তো তাদের নেতাদেরই মূল্যায়ন হয় না।
আওয়ামী লীগে যাঁরা সত্যিকারের নেতা তাঁদেরও আজকে মূল্যায়ন হয় না। ওখানে জুটেছে কতগুলো পরগাছা। এগুলো জুটেছে কেন জানেন? বড় গাছের সঙ্গে না জড়ালে এরা বাঁচতে পারে না। এরা বারবার ইলেকশন করেছে। আমি নাম না বললেও আপনারা বুঝবেন। এরা ইলেকশন করেছে কোনো জয়ী হতে পারে নাই। এদের জামানতও থাকে নাই। এই পরগাছাগুলোর কথা শুনে আজকে আওয়ামী লীগকে আওয়ামী লীগ ধ্বংস করছে।’
আওয়ামী লীগের নেতাকর্মীরা পেট্রলবোমা হামলা চালিয়েছে অভিযোগ করে খালেদা জিয়া বলেন, কথায় কথায় বলে বিএনপি নাকি পেট্রলবোমা ছুড়েছে। আমরা দেখাব আপনাদের। দেখবেন। অবাক হয়ে যাবেন। এই পেট্রলবোমার সঙ্গে জড়িত আওয়ামী লীগ, ছাত্রলীগ এবং তাদের বুদ্ধি-পরামর্শদাতা হলো এই পরগাছাগুলো। এই পরগাছাগুলোই এই কাজগুলো করেছে।’
বিএনপি কোনো প্রতিহিংসার রাজনীতি করে না এবং ক্ষমতায় গেলেও কেউ প্রতিহিংসার শিকার হবে না বলেও আশ্বাস দেন দলটির চেয়ারপারসন। তিনি বলেন, ‘মানুষের জন্য দল করি আমরা। সেই মানুষের পাশে থেকে তাদের জন্য কাজ করবেন, সেবা করবেন। ইনশাল্লাহ, আল্লাহর বিচার থাকলে এই দেশে বিএনপি আবারও আসবে এবং জনগণের জন্য।’
ক্ষমতায় গেলে বিএনপি নতুন ধারার রাজনীতি উপহার দেবে বলে জানান খালেদা জিয়া। তিনি বলেন, ‘এবার আমরা নতুন ধরনের রাজনীতি করে দেশকে মানুষকে দেখিয়ে দেব আমরা কোনো বিভেদ বিভাজন নয়, সকলে ঐক্য। বিএনপি-আওয়ামী লীগ নয়। আমরা যোগ্য উপযুক্ত দেখে দেশের মধ্যে একটা গুণগত পরিবর্তন এনে কাজ করব।’
কেন্দ্র থেকে জেলাপর্যায়ের আর কমিটি করা হবে না। তৃণমূল নেতারাই জেলা কমিটি করবেন বলে ঘোষণা দেন বিএনপির চেয়ারপারসন।