চতুর্থ দিনও ধুয়ে গেল বৃষ্টির জলে
টানা দুই দিন অঝোর বর্ষণের পর রোববার সকালে হেসেছিল ঢাকার আকাশ। রোদ না উঠলেও থেমেছিল বৃষ্টি। খেলা শুরুর আশা জেগেছিল ক্রিকেটপ্রেমীদের মনে। কিন্তু ভেজা মাঠের কারণে দুপুর ১২টা পর্যন্ত শুরু হতে পারেনি ব্যাট-বলের লড়াই। দুপুর ১টায় মাঠ পরিদর্শন করে পরবর্তী সিদ্ধান্ত জানানোর কথা ছিল আম্পায়ারদের। কিন্তু সোয়া ১২টার দিকে আবার বৃষ্টি শুরু হওয়ায় সবকিছু অনিশ্চিত হয়ে পড়ে। শেষ পর্যন্ত আগের দুদিনের মতো চতুর্থ দিনের খেলাও পরিত্যক্ত ঘোষণা করতে বাধ্য হয়েছেন আম্পায়াররা।
বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচে খেলা হয়েছে শুধু প্রথম দিন। দ্বিতীয় ও তৃতীয় দিন খেলা শুরুই হতে পারেনি বৃষ্টির বাধায়। রোববার চতুর্থ দিনও নির্ধারিত সময়ে খেলা শুরু হয়নি। তবে বৃষ্টি থামায় আশা জেগেছে ক্রিকেটপ্রেমীদের মনে। মাঠ প্রস্তুত করে দ্রুতই হয়তো শুরু হবে ক্রিকেটীয় লড়াই।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস জিতে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ২৪৬ রান সংগ্রহ করে প্রথম দিনের খেলা শেষ করেছিল বাংলাদেশ। ৬৫ রানের লড়াকু ইনিংস খেলে আউট হয়েছিলেন অধিনায়ক মুশফিকুর রহিম। দক্ষিণ আফ্রিকার পক্ষে তিনটি করে উইকেট নিয়েছেন ডেল স্টেইন ও জেপি ডুমিনি। তামিমকে আউট করে স্টেইন ছুঁয়েছেন টেস্টে ৪০০ উইকেটের মাইলফলক।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম ম্যাচেও ক্রিকেটপ্রেমীদের হতাশ করেছিল বৃষ্টি। চট্টগ্রামেও প্রথম দিনের খেলা হয়েছিল নির্বিঘ্নে। দ্বিতীয় ও তৃতীয় দিনে ব্যাঘাত ঘটিয়েছিল বৃষ্টি। আর শেষ দুই দিনের খেলা মাঠেই গড়াতে পারেনি বৃষ্টির জন্য।