অভিষিক্ত ভিলাসের হতাশা
টেস্ট অভিষেক বেশ দেরিতেই হলো, ৩০ বছর ৫০ দিন বয়সে। ডেন ভিলাসের জীবনে মিরপুর টেস্টের তাই আলাদা মাত্রা থাকার কথা ছিল। কিন্তু দক্ষিণ আফ্রিকার উইকেটরক্ষক-ব্যাটসম্যানকে হতাশা নিয়ে দেশে ফিরতে হচ্ছে। টানা তিনদিন বৃষ্টিতে ভেসে যাওয়ায় বাংলাদেশের প্রথম ইনিংসই এখনো শেষ হতে পারেনি। সোমবার পঞ্চম ও শেষ দিনের খেলা নিয়েও সংশয় যথেষ্ট। ভিলাস তাই হতাশায় আচ্ছন্ন।
রোববার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে চতুর্থ দিনের খেলা পরিত্যক্ত হওয়ার পর সংবাদ সম্মেলনে ভিলাস বলেন, ‘টেস্ট ক্যাপ পেয়েছিলাম বলে প্রথম দিনটি আমার খুব ভালো লেগেছিল। আমাদের দল বোলিংয়ে ভালো করায় ভালো লাগা বেড়ে গিয়েছিল আরো। কিন্তু গত তিনদিন প্রস্তুতি নিয়েও মাঠে নামতে পারিনি বলে আমি ভীষণ হতাশ।’
ভিলাসের বিশ্বাস, পাঁচদিন খেলা হলে দক্ষিণ আফ্রিকা জিততে পারত, ‘ম্যাচের প্রথম দিনে আমাদের প্রাধান্য ছিল। পুরো পাঁচদিন খেলা হলে আমাদের জয়ের সম্ভাবনা বেশি ছিল।’
তবে বাংলাদেশকে শক্ত প্রতিপক্ষ হিসেবে খোলামনেই রায় দিচ্ছেন ভিলাস, ‘প্রায় এক বছর ধরে বাংলাদেশ দারুণ খেলছে। ধীরে ধীরে তারা উন্নতি করছে। শুধু ওয়ানডে নয়, টেস্টেও এখন তারা কঠিন প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছে।’
খেলা না হলেও শেরেবাংলা স্টেডিয়ামের পানিনিষ্কাশন ব্যবস্থার প্রশংসা করলেন তিনি, ‘টানা তিনদিন যেভাবে প্রবল বৃষ্টি হয়েছে তাতে মাঠের অবস্থা খুবই খারাপ হওয়ার কথা ছিল। কিন্তু মিরপুর স্টেডিয়ামের ড্রেনেজ ব্যবস্থা ভালো হওয়ায় মাঠে একটুও পানি জমেনি। এটা খুবই ভালো ব্যাপার।’