‘সেট হওয়ার পর আউট হওয়া ক্রাইম’
মিরপুর টেস্টের প্রথম দিনই শুধু খেলা হয়েছিল। দিনটা ভালো কাটেনি বাংলাদেশের। ব্যাটসম্যানদের ব্যর্থতায় দিন শেষে স্কোর দাঁড়ায় ২৪৬/৮। আট ব্যাটসম্যানের মধ্যে কয়েকজন উইকেটে থিতু হওয়ার পর আউট হয়েছেন দৃষ্টিকটুভাবে, যা কিছুতেই মেনে নিতে পারছেন না বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম।
সোমবার মিরপুর টেস্ট শেষে শেরেবাংলা স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে মুশফিক বলেন, ‘টেস্ট ক্রিকেটে ৩০/৪০-এর ঘরে গিয়ে আউট হওয়া অবশ্যই ক্রাইম। আমরা টেস্ট র্যাংকিংয়ের নিচের দিকের দল। কম খেলি বলে বড় দলগুলোর বিপক্ষে ভালো খেলার তেমন সুযোগ পাই না। তাই সেট হতে পারলে আমাদের প্রত্যেকের লম্বা ইনিংস খেলার চেষ্টা করা উচিত।’
অবশ্য ব্যাটিংয়ের এই সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে বলেও জানালেন তিনি, ‘টেস্টে ব্যাটসম্যানদের লম্বা ইনিংস খেলতে না পারার ব্যর্থতা নিয়ে আমরা চিন্তিত। সে জন্য আমরা কাজ করছি। আশা করি দ্রুত এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারব।’
সমস্যা থেকে বেরিয়ে আসার একটা উপায়ও বাতলে দিলেন দেশের অন্যতম সেরা ব্যাটসম্যান, ‘উইকেট নেওয়ার জন্য প্রতিপক্ষ বোলাররা ব্যাটসম্যানদের ওপরে চাপ প্রয়োগ করবেই। পরিস্থিতি বুঝে বোলারদের সতর্কতার সঙ্গে মোকাবিলা করলে এই সমস্যায় পড়তে হবে না। নিজের বিপদের পাশাপাশি দলের সমস্যা হয় এমন শট না খেলাই উচিত।’
দলের ব্যাটসম্যানদের আরো দায়িত্ব নিয়ে খেলার আহ্বান জানিয়ে মুশফিকের মন্তব্য, ‘টেস্ট ক্রিকেটে আমাদের ব্যাটসম্যানদের বড় ইনিংস খেলার অভ্যাস গড়ে তুলতে হবে। নইলে দলীয় সাফল্য পাওয়া কঠিন হয়ে পড়বে।’