রৌমারীতে একযুগ পর তিন ইউপির ভোট বুধবার
দীর্ঘ একযুগ পর কুড়িগ্রামের রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা, বন্দবের চর ও শৌলমারী ইউনিয়ন পরিষদের (ইউপি) ভোটগ্রহণ বুধবার অনুষ্ঠিত হবে। এরই মধ্যে ভোট গ্রহণের সব প্রস্তুতি সম্পন্ন করেছে রৌমারী উপজেলা নির্বাচন কার্যালয়। ভোটকেন্দ্রগুলোর নিরাপত্তায় পুলিশ, র্যাব, বিজিবি, আনসার ভিডিপিসহ বিপুল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।
নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, রৌমারী উপজেলার ১ নম্বর দাঁতভাঙ্গা, ৩ নম্বর বন্দবের চর ও নবগঠিত ৬ নম্বর চরশৌলমারী ইউপি নির্বাচনে ২৪০ জন প্রার্থী বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ২০, সাধারণ সদস্য পদে ১৪৭ জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ৫৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিন ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৬০ হাজার ৫৬২ জন। এর মধ্যে ৩১ হাজার ৬৫ জন নারী ও ২৯ হাজার ৪৯৭ জন পুরুষ ভোটার রয়েছে।
নির্বাচনের রিটার্নিং অফিসার রৌমারী উপজেলা কর্মকর্তা আবদুল হান্নান জানান, সুষ্ঠুভাবে ভোটগ্রহণের সব প্রস্তুতি নেওয়া হয়েছে। ভোটকেন্দ্রে ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে এ জন্য নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। এ নির্বাচনে মোট ২৭টি কেন্দ্রে ১৭৫টি বুথ রয়েছে।
রৌমারী উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা শংকর কুমার বিশ্বাস জানান, ভোটকেন্দ্রের নিরাপত্তার দায়িত্বে রয়েছে ২৯৭ জন পুলিশ, দুই প্লাটুন বিজিবি, এক প্লাটুন র্যাব সদস্য ও ৪৫৯ জন আনসার ভিডিপির সদস্য।
সর্বশেষ ২০০৩ সালে বন্দবের চর ও দাঁতভাঙ্গা ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। পরে এ দুটি ইউনিয়নের কিছু অংশ নিয়ে ৬ নম্বর চরশৌলমারী নামে নতুন একটি ইউনিয়ন গঠিত হয়। সীমানা নির্ধারণ সংক্রান্ত বিষয় নিয়ে মামলা চলায় এই দীর্ঘ সময় নির্বাচন অনুষ্ঠিত হয়নি।