বঙ্গবন্ধুকে নিয়ে বিতর্ক দেখতে চাই না : আশরাফ
বিভাজন নয়, বঙ্গবন্ধুকে সব ধরনের বিতর্কের ঊর্ধ্বে উঠে জাতীয় শোক দিবস পালনের আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।
আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন আয়োজিত এক আলোচনা সভায় জনপ্রশাসনমন্ত্রী এসব কথা বলেন। এ সময় তিনি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ১৫ আগস্ট জন্মদিন পালন না জন্যও আহ্বান জানান।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকনের সভাপতিত্বে এ আলোচনা সভা রূপ নেয় জনসভায়। এ সময় আরো বক্তব্য দেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক প্রমুখ।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আমরা জাতিকে ঐক্যবদ্ধ করতে চাই। স্বাধীনতার পর দীর্ঘ সময় আমরা পার করেছি। আমরা চাই, সবাই মিলে সার্বজনীনভাবে জাতির পিতার মৃত্যুদিবস পালন করুন। দেশটাকে তো আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে, বঙ্গবন্ধুর সোনার বাংলা কায়েম করতে হবে। এই বিভাজন আমরা চাই না।’
সৈয়দ আশরাফ আরো বলেন, এই প্রথম ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পক্ষ থেকে জাতীয় শোক দিবস পালন করা হচ্ছে। এভাবে সব নির্বাচিত স্থানীয় সরকারের প্রতিষ্ঠানগুলোও যেন জাতীয় শোক দিবস পালন করে, সেজন্য তাদের আহ্বান জানাব।’
‘আমরা চাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী এবং জন্মদিন যাতে সার্বজনীনভাবে পালিত হয়। এ বিষয়ে দেশে কোনো তর্ক-বিতর্ক দেখতে চাই না।’ যোগ করেন জনপ্রশাসনমন্ত্রী।