খুলনায় শিশু রাকিব হত্যার প্রতিবাদে কর্মসূচি
পেটে বাতাস ঢুকিয়ে শিশু রাকিবকে হত্যায় জড়িতদের বিচার দাবিতে খুলনার বিভিন্ন সামাজিক সংগঠন সোচ্চার হয়ে উঠেছে। আজ বুধবার রূপসা উচ্চ বিদ্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করবে চাইল্ড ফোরাম। বেলা ১১টায় জনউদ্যোগ ও মানবাধিকার বাস্তবায়ন সংস্থার উদ্যোগে পিকচার প্যালেস মোড়েও মানববন্ধন কর্মসূচি পালিত হবে।
খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস জানান, গণপিটুনিতে আহত মোহাম্মদ শরিফ ও মন্টু খানের আজ স্বাস্থ্য পরীক্ষার পর রিমান্ড আবেদনের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। অপর আসামি বিউটি বেগমকে গতকাল আদালতে নেওয়া হলে তাদের কারাগারে পাঠানো হয়। বিউটি বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য আজ রিমান্ডের আবেদন করা হবে।
এদিকে, খুলনার বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারা নিহত রাকিবের পরিবারের সঙ্গে দেখা করে সমবেদনা জানিয়েছে।
পরিবার, প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, গত সোমবার রাতে গ্যারেজে কাজ ছেড়ে দেওয়ার অপরাধে মলদ্বারে পাইপ প্রবেশ করিয়ে বাতাস দিয়ে হত্যা করা হয় রাকিবকে। এ ঘটনায় গ্যারেজ মালিক মিন্টু, তার ভাই শরিফ, মা বিউটি বেগমকে গ্রেপ্তার করে পুলিশ।