দেশে ফিরেও বাংলাদেশের প্রশংসায় আমলা
যাওয়ার আগে প্রশংসা করেছিলেন। দেশে ফিরে বাংলাদেশকে আবারও প্রশংসায় ভাসালেন দক্ষিণ আফ্রিকার টেস্ট অধিনায়ক হাশিম আমলা। তাঁর ধারণা, এ বছর ওয়ানডেতে বাংলাদেশের পারফরম্যান্সই সেরা।'
দেশে ফিরে এক সংবাদ সম্মেলনে আমলা বলেন, ‘পাকিস্তান ও ভারতকে ওয়ানডে সিরিজে হারানো সহজ কথা নয়। এরপর আমাদেরও হারিয়েছে তারা। এটা সত্যিই অনেক বড় ঘটনা। বাংলাদেশ দারুণ খেলছে। আমার তো মনে হয় এ বছর ওয়ানডেতে সেরা পারফরম্যান্স বাংলাদেশেরই।urgentPhoto
বাংলাদেশ সফরে ২-১ ব্যবধানে হেরে যাওয়া ওয়ানডে সিরিজ সম্পর্কে তাঁর মূল্যায়ন, ‘নিজেদের কিছু ভুল সিদ্ধান্তের কারণেই আমরা ওয়ানডে সিরিজ হেরেছি। তবে আমি বলব বাংলাদেশের কন্ডিশনে শেষ দুটি ওয়ানডেতে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেওয়া ভুল ছিল।’
ওয়ানডে সিরিজের আগে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ সহজেই জিতেছিল প্রোটিয়ারা। প্রথম ওয়ানডেতেও পেয়েছিল সহজ জয়। কিন্তু পরের দুই ওয়ানডেতে মাশরাফির দলের সামনে তারা দাঁড়াতেই পারেনি।
ওয়ানডে সিরিজ শেষে দুটি টেস্টই বৃষ্টির তাণ্ডবে ড্র হয়েছে। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম টেস্টের শেষ দুদিন একটি বলও মাঠে গড়ায়নি। আর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শেষ চারদিন খেলা হয়নি।