সুবিধাবঞ্চিত শিশুদের পাশে মুশফিক
সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটাতে প্রাক্তন ক্যাডেট ফোরামের মহৎ উদ্যোগের সঙ্গে সংহতি প্রকাশ করেছিলেন আগেই। সমাজের বিত্তবানদের কাছ থেকে পুরোনো খেলনা সংগ্রহ করে দুস্থ শিশুদের হাতে এগুলো পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়েছিলেন বাংলাদেশ দলের অধিনায়ক মুশফিকুর রহিম। বৃহস্পতিবার ঢাকা শিশু হাসপাতালের ৬ নম্বর ওয়ার্ডে গিয়ে এসব অসহায় শিশুর হাতে পুরোনো খেলনা তুলে দিয়েছেন তিনি।
এদিন দুপুরে খেলনা বিতরণের পাশাপাশি মুশফিক শিশু এবং তাদের অভিভাবকদের সঙ্গেও কথা বলেন। এই মহৎ উদ্যোগে অংশ নিতে পেরে নিজেকে গর্বিত মনে করছেন বাংলাদেশ অধিনায়ক, ‘আজকের শিশুরাই আগামীতে দেশ গড়বে। তারা দেশের সম্পদ। তাদের পাশে দাঁড়ানো আমাদের একটি সামাজিক দায়িত্ব। প্রাক্তন ক্যাডেট ফোরামের এই উদ্যোগ সত্যই প্রশংসার দাবি রাখে। আমার চেষ্টা থাকবে সব সময় এমন উদ্যোগের পাশে থাকার।’
প্রাক্তন ক্যাডেট ফোরামের এ উদ্যোগ থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে নিজেও কিছু করার স্বপ্ন দেখছেন বাংলাদেশ অধিনায়ক, ‘অনেক আগে থেকেই আমি নিজে একটা পরিকল্পনা নিয়েছি শিশু-তরুণ-বৃদ্ধদের জন্য একটি ফাউন্ডেশন করার। জানি না, আমার এ স্বপ্নের কতটুকু বাস্তবায়ন করতে পারব। তবে আমি চেষ্টা করে যাব। আর বিত্তবানদের পাশে পেলে নিশ্চয়ই আমার এ উদ্যোগের বাস্তবায়ন করতে পারব।’
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ চলাকালীন মুশফিক ছাড়াও জাতীয় দলের ক্রিকেটাররা এই প্রচারণায় অংশ নেন। এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা চালিয়ে সারা দেশ থেকে খেলনা সংগ্রহ করে প্রাক্তন ক্যাডেট ফোরাম। সেই খেলনাগুলোই সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে বিতরণ করা হয়।
শিশু হাসপাতাল ছাড়াও ঢাকার কয়েকটি স্কুলে খেলনা বিতরণ করে প্রাক্তন ক্যাডেট ফোরাম। এ ছাড়া ঢাকার বাইরে কয়েকটি জেলায়ও খেলনা বিতরণ করেছে তারা।