ইরানের সঙ্গে পরমাণু চুক্তি না হলে যুদ্ধ হতো : ওবামা
ইরানের সঙ্গে পরমাণু চুক্তি না হলে একমাত্র বিকল্প ছিল যুদ্ধ। রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন দাবিই করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। যুক্তরাষ্ট্রে রিপাবলিকান ও ইসরায়েল সমর্থক একটি দল বরাবরই এই চুক্তির বিরুদ্ধে ছিল। এমনকি রিপাবলিকান দলের পক্ষ থেকে বলা হয়েছিল, ইরানের সঙ্গে পরমাণু চুক্তি মধ্যপ্রাচ্যের কূটনীতিতে আত্মহত্যার শামিল।
বিশ্বের পরমাণু শক্তিধর দেশগুলো বিভিন্ন দেশে এক যুগেরও বেশি সময় ধরে ইরানের সঙ্গে পরমাণু চুক্তির ব্যাপারে আলোচনা করছিল। সর্বশেষ ভিয়েনায় প্রায় তিন মাসেরও বেশি সময় ধরে আলোচনার পর এই পরমাণু চুক্তি অনুযায়ী আগামী ১০ বছর সব ধরনের পারমাণবিক তৎপরতা সংযত রাখবে ইরান। আর বদলে, যুক্তরাষ্ট্র দেশটির ওপর আরোপিত অধিকাংশ নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেবে। এ ছাড়া চুক্তি অনুযায়ী জাতিসংঘের পর্যবেক্ষকদল ইরানের পরমাণু ও সেনা স্থাপনা পর্যবেক্ষণ করতে পারবে।
ইরান পরমাণু অস্ত্র তৈরি করছে এমন অভিযোগ বহুদিন ধরেই করে আসছে পরমাণু শক্তিধর দেশগুলো। কিন্তু বারবার এ অভিযোগ অস্বীকার করার পরও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র ও জাতিসংঘ।