‘আইনের শাসনের দুর্বলতাই শিশু নির্যাতনের কারণ’
জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান বলেছেন, দেশে আইনের শাসন দুর্বল হয়ে পড়ায় একের পর এক অমানবিক শিশু নির্যাতনের ঘটনা ঘটছে।
আজ শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইন্টারন্যাশনাল ইন্টার-ডিসিপ্লিনারি কনফারেন্স শেষে মিজানুর রহমান এ কথা বলেন। তিনি বলেন, বর্তমানে রাষ্ট্রে বিচারহীনতার অপসংস্কৃতি বাসা বেঁধেছে। অর্থ, পেশিশক্তি এবং রাজনৈতিক প্রভাবের কারণে সৃষ্ট আইনের শাসনের অবনতি হয়েছে।
বর্বর ও পাশবিক নির্যাতনের বিভিন্ন ঘটনায় অপরাধীদের যথাযথ শাস্তির দৃষ্টান্ত স্থাপনেও রাষ্ট্র ব্যর্থতার পরিচয় দিচ্ছে বলে মন্তব্য করেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান।
মিজানুর রহমান বলেন, ‘যখনই একটি রাষ্ট্রে বা সমাজে আইনের শাসনের অবনতি ঘটে, আইনের শাসন দুর্বল বা ভঙ্গুর হয়ে পড়ে। যেখানে বিচারহীনতার সংস্কৃতি বাসা বাঁধে, সেখানেই কিন্তু এমন অমানবিক কর্মকাণ্ড ও অপরাধমূলক কর্মকাণ্ড বৃদ্ধি পায়। তারই একটি উদাহরণ আমরা বর্তমানে পর্যবেক্ষণ করছি।’
এ অবস্থায় মূল্যবোধের অবক্ষয় ঠেকিয়ে আইনের শাসন প্রতিষ্ঠা করা জরুরি বলে জানান মিজানুর রহমান।