জনকণ্ঠ সম্পাদকের আদালত অবমাননার শুনানি চলছে
দৈনিক জনকণ্ঠের সম্পাদক মোহাম্মদ আতিকউল্লাহ খান মাসুদ ও নির্বাহী সম্পাদক স্বদেশ রায়ের আদালত অবমাননার শুনানি শুরু হয়েছে। আজ সোমবার সকাল ৯টা থেকে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বিভাগের ছয় সদস্যের বৃহত্তর বেঞ্চে এ শুনানি চলছে।
জনকণ্ঠের দুজন ছাড়াও সংবাদমাধ্যম থেকে সাংবাদিকরা আদালতে উপস্থিত রয়েছেন। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকও উপস্থিত রয়েছেন।
এর আগে গতকাল রোববার প্রথম দিনের শুনানি শেষে এ দিন নির্ধারণ করেন আপিল বিভাগ।
প্রথম দিন জনকণ্ঠের সাংবাদিকদের পক্ষে শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট সালাহউদ্দিন দোলন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
গত ১৬ জুলাই জনকণ্ঠের সম্পাদকীয়তে বলা হয়, সালাউদ্দিন কাদের চৌধুরীর পরিবার প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করেছে।
বিচারাধীন বিষয়ে লেখা প্রকাশ করায় গত ২৩ জুলাই দৈনিক জনকণ্ঠের সম্পাদক মোহাম্মদ আতিকউল্লাহ খান মাসুদ ও নির্বাহী সম্পাদক স্বদেশ রায়কে তলব করেন আপিল বিভাগ। একই সঙ্গে জনকণ্ঠের এ দুই সাংবাদিককে কেন দণ্ড দেওয়া হবে না, এ মর্মে রুল জারি করেন আদালত।