ভারতের মন্দিরে পদদলিত হয়ে নিহত ১১
ভারতের ঝাড়খন্ড রাজ্যের দেওঘর এলাকায় একটি মন্দিরের পাশে পদদলিত হয়ে ১১ জন নিহত ও ২০ জন আহত হয়েছেন। এ জায়গায় এ ধরনের ঘটনা আগেও ঘটেছে।
আজ সোমবার সকালে দুর্গামন্দিরের একেবারে কাছে এ ঘটনা ঘটে। সেখানে মন্দিরে প্রার্থনার জন্য কয়েক হাজার মানুষ দাঁড়িয়েছিলেন।
পুলিশ জানিয়েছে, রাত ২টা থেকে লাইন শুরু হয়। মন্দিরের পাশের রাস্তাগুলোয় ছড়িয়ে পড়ে এ লাইন। দুই ঘণ্টার মধ্যে দুই লাখ ছাড়িয়ে যায়।
ঘটনাস্থলে কর্মকর্তারা উপস্থিত পুণ্যার্থীদের সংগঠিত করার চেষ্টা করেন। তবে ভোর ৫টার দিকে মন্দিরের ফটক খুলে গেলে হুড়োহুড়ি শুরু হয়। পুলিশ উপস্থিত লোকজনের ওপর লাঠিপেটা করলেও নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়।
ঝাড়খন্ড পুলিশের অতিরিক্ত মহাপরিচালক এস এন প্রধান বলেন, কয়েক কিলোমিটারের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অনেকেই ঘুমিয়ে পড়ে, তারা পদদলিত হয়।
প্রধান বলেন, ‘অনেকেই লাইনের আগে যেতে চায়। এর ফলে হুড়োহুড়িতে কয়েকজন পড়ে যায়, তারা পদদলিত হয়।’
গঙ্গা নদীর পবিত্র পানি শিবের কাছে অঞ্জলি দিতে দেওঘরের জনপ্রিয় বৈদ্যনাথ মন্দিরে প্রতিবছর আগস্টে জড়ো হন পুণ্যার্থীরা।
এই বৈদ্যনাথ মন্দিরেই ২০০৭ সালের আগস্টে পদদলিত হয়ে পাঁচ নারী নিহত হয়েছিলেন।