দেশের ৬৩ শতাংশ মানুষ দুর্নীতির শিকার : টিআইবি
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল অব বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেছেন, দুর্নীতি আমাদের সমাজকে ব্যাপকভাবে প্রভাবান্বিত করে। দুর্নীতির বিষয়ে টিআইবি দেশে এ পর্যন্ত যে জরিপ কাজ চালিয়েছে তাতে দেখা যাচ্ছে প্রায় ৬৩ শতাংশ মানুষ দুর্নীতির শিকার হচ্ছে। টাকার অঙ্কে যা আমাদের জাতীয় আয়ের দুই দশমিক চার শতাংশ।
আজ সোমবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্থানীয় পর্যায়ে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন : সম্ভাবনা ও চ্যালেঞ্জ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান আলোচকের বক্তব্যে এসব কথা বলেন ইফতেখারুজ্জামান।
সচেতন নাগরিক কমিটি (সনাক) আয়োজিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর কবীর। সনাক চাঁপাইনবাবগঞ্জ শাখার সভাপতি সেলিনা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মাওলানা আব্দুল মতিন, চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ সুলতানা রাজিয়া, মনিম উদ দৌলা চৌধুরী, অধ্যাপক কনক রঞ্জন দাস, অ্যাডভোকেট আনোয়ার হোসেন ডলার।
সভায় ইফতেখারুজ্জামান মন্তব্য করেন, ‘দেশ থেকে দুর্নীতি সমূলে নির্মূল করা সম্ভব নয়। কিন্তু আমরা দেখতে পাচ্ছি, জনগণের দৈনন্দিন জীবন যে দুর্নীতির করাল গ্রাসে আবদ্ধ হয় তা নিয়ন্ত্রণ করা সম্ভব।’ তিনি বলেন, দুর্নীতি দূর করতে হলে প্রয়োজন রাজনৈতিক অঙ্গীকার, প্রাতিষ্ঠানিক ক্ষমতায়ন, সব অপরাধীকে সমানভাবে আইনের আওতায় আনা ও দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলা।
সভায় চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়।