নৌ ঘাঁটিতে আল-কায়েদার হামলার শঙ্কায় ভারত
ভারতের নৌ ঘাঁটিতে হামলা চালাতে পারে জঙ্গি সংগঠন আল-কায়েদা। স্বাধীনতা দিবস উদযাপনের মাত্র একদিন আগে আজ শুক্রবার এমন আশঙ্কার কথা জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আল-কায়েদার হামলার লক্ষ্যবস্তু হতে পারে মুম্বাই ও কেরালায় ভারতীয় নৌবাহিনীর ঘাঁটিসহ রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ অনেক স্থাপনা।
ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, প্রতিবছরই ভারতের স্বাধীনতা দিবস ১৫ আগস্টের আগে নিরাপত্তা জোরদার করে সরকার। গত কয়েক মাসের গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে আশঙ্কা করা হচ্ছে, ভারতের নৌবাহিনীর স্থাপনা এবং অনিরাপদ জলসীমায় জঙ্গি হামলা হতে পারে। আর জঙ্গি সংগঠন আল-কায়েদার লক্ষ্যবস্তু হতে পারে মুম্বাই ও কোচির নৌবাহিনীর ঘাঁটি। গোয়েন্দা তথ্যে অন্তর্ভুক্ত বিষয়গুলোর আছে, কিছু রাজ্যে গরুর মাংস নিষিদ্ধ করায় মুসলমান সম্প্রদায়ের ক্ষোভ, যোগব্যায়াম দিবস পালন, স্কুলে সংস্কৃত অন্তর্ভুক্তি ও নতুন আইনের কারণে কৃষকদের ক্ষোভ। এর সবকটিই বিজেপি নেতৃত্বাধীন সরকারের মাধ্যমে হয়েছে।
ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত বছর সেপ্টেম্বরের তথ্য অনুযায়ী ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) কার্যালয়, দর্শনীয় ও ধর্মীয় স্থান এবং বিমান, রেলওয়ে, বাণিজ্যিক স্থাপনাসহ রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থানে জঙ্গিরা হামলা চালাতে পারে।
স্বাধীনতা দিবস উপলক্ষে আগামীকাল সকালে দিল্লির লালকেল্লা থেকে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে কড়া নিরাপত্তা নেওয়া হয়েছে। গত বছর মঞ্চে বুলেটপ্রুফ কাচ ব্যবহারের বিরোধিতা করেছিলেন প্রধানমন্ত্রী।
ভারতের নিরাপত্তাবিষয়ক উপদেষ্টারা জানান, পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন ও এর ভারতীয় শাখার হামলার লক্ষ্যবস্তু হতে পারে দিল্লির মেট্রো স্টেশন ও পদ্ম মন্দির। এ ছাড়া উত্তর প্রদেশসহ বিভিন্ন প্রদেশের শপিংমলে হামলা হতে পারে।
মাত্র এক সপ্তাহ আগে পাঞ্জাবের গুরুদাসপুর শহরের একটি পুলিশ স্টেশনে জঙ্গি হামলা হয়। ১২ ঘণ্টা ধরে চলা ওই ঘটনায় চার পুলিশ ও তিন বেসামরিক ব্যক্তি নিহত হন।
ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, পাকিস্তানের গোয়েন্দা সংস্থা জঙ্গিগোষ্ঠীকে বিস্ফোরক, অস্ত্র ও অর্থ দিয়ে সহায়তা করছে।