ঢাকার রুবেল হত্যা মামলার আসামি পটুয়াখালীতে গ্রেপ্তার
ঢাকায় নিহত বঙ্গবন্ধু সৈনিক লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ রুবেল হত্যা মামলার অন্যতম আসামি হানিফ হাওলাদারকে গ্রেপ্তার করেছে পটুয়াখালীর দুমকি থানা পুলিশ। আজ শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পটুয়াখালী-বরিশাল সড়কের লেবুখালী ফেরিঘাট থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গত সোমবার দিবাগত রাতে রাজধানীর কাফরুলে ঝুট ব্যবসা ও আধিপত্য বিস্তার নিয়ে প্রতিপক্ষের ছুরিকাঘাতে নিহত হন রুবেল।
দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজম খান এনটিভি অনলাইনকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পটুয়াখালী-বরিশাল সড়কে লেবুখালী ফেরিঘাটে আগে থেকেই ওত পেতে ছিল পুলিশ। কুয়াকাটা যাওয়ার পথে লেবুখালী ফেরিঘাট পার হওয়ার পরই হানিফ হাওলাদারকে আটক করে পুলিশ।
ওসি আজম খান আরো জানান, হানিফ বর্তমানে দুমকি থানা পুলিশের হেফাজতে আছে। ঢাকায় সংশ্লিষ্ট থানায় গ্রেপ্তারের বিষয়টি জানানো হয়েছে।
গত সোমবার দিবাগত রাতে সৈনিক লীগ নেতা রুবেল নিহত হন। পরদিন নিহতের স্ত্রী শিউলী আক্তার বাদী হয়ে কাফরুল থানায় মামলা করেন। মামলায় ১২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরো দুজনকে আসামি করা হয়। পুলিশ এ ঘটনায় মোরসালিন ও খালেক নামের দুজনকে গ্রেপ্তার করে।