দুই স্কুলছাত্রী হত্যা : তিন আসামি হেফাজতে
মাদারীপুরের আলোচিত দুই স্কুলছাত্রী হত্যা মামলার তিন আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে (রিমান্ড) পেয়েছে পুলিশ।
urgentPhoto
আজ শনিবার দুপুরে মাদারীপুর মুখ্য বিচারিক হাকিম আদালতে পুলিশ তিন আসামিকে হাজির করে প্রত্যেকের জন্য ১০ দিন করে হেফাজতের আবেদন করে। শুনানি শেষে বিচারক প্রশান্ত কুমার বিশ্বাস সাতদিনের হেফাজত মঞ্জুর করেন।
জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সরোয়ার হোসেন এনটিভি অনলাইনকে বলেন, আসামি রফিক শিকদার (১৬), শিপন শিকদার (১৬) ও রাকিব শিকদারের তিনদিনের হেফাজত মঞ্জুর করেছেন আদালত।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল মোর্শেদ জানান, শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার ত্রিভাগদি গ্রাম থেকে রাকিব শিকদারকে গ্রেপ্তার করা হয়। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
মামলার মোট আসামি সাতজন। মামলার প্রধান আসামি রানা শিকদার এখনো ধরা পড়েনি। তাকে গ্রেপ্তার করতে পারলেই মৃত্যুর রহস্য উদঘাটন করা সম্ভব হবে বলে মনে করছে পুলিশ।
গত বৃহস্পতিবার মাদারীপুরে দুই স্কুলছাত্রীকে অপহরণের পর নির্যাতন করে তাদের মুখে বিষ ঢেলে হত্যা করা হয় বলে তাদের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়। এরা হলো মস্তফাপুর গ্রামের বিল্লাল শিকদারের মেয়ে সুমাইয়া (১৬) এবং একই গ্রামের হাবিব খাঁর মেয়ে হ্যাপি (১৫)। তারা দুজনই মস্তফাপুর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ছিল। পুলিশের ধারণা, প্রেমঘটিত ব্যাপার থেকে এ ঘটনা ঘটতে পারে।
ঘটনার পর পরই পুলিশ হাসপাতাল থেকে একই গ্রামের দুই কিশোর রফিক শিকদার (১৬) ও শিপন শিকদারকে (১৬) আটক করে।
এরপর আজ শুক্রবার সকালে এ ঘটনায় সন্দেহভাজন মস্তফাপুর গ্রামের রানার মা সালমা বেগম এবং এ ঘটনায় সন্দেহভাজন মেহেদির মা রহিমা বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়।