খালেদা জিয়ার ভদ্রতাজ্ঞান হয়েছে : অর্থমন্ত্রী
জাতীয় শোক দিবসে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মদিনের কেক না কাটাকে সুখবর বলে উল্লেখ করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেছেন, খালেদা জিয়ার ভদ্রতাজ্ঞান হয়েছে।
আজ শনিবার দুপুরে সিলেটের কাজী নজরুল ইসলাম অডিটোরিয়ামে জেলা প্রশাসন আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভা শেষে সাংবাদিকরা তাঁকে খালেদা জিয়া কেক কাটেননি বলে জানালে এ মন্তব্য করেন অর্থমন্ত্রী।
এর আগে আলোচনা সভায় অর্থমন্ত্রী বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নের জন্য সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।
অর্থমন্ত্রী ছাড়াও সিলেটের জেলা প্রশাসক মো. জয়নাল আবেদীনের সভাপতিত্বে সংসদ সদস্য মাহমুদুস সামাদ চৌধুরী কয়েস, মহিলা সংসদ সদস্য আমাতুল কিবরিয়া চৌধুরী কেয়া, পুলিশের সিলেট রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমান, সিলেট মহানগর পুলিশের কমিশনার কামরুল আহসান ছাড়াও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এতে বক্তব্য দেন।
সভা শেষে জেলা প্রশাসনের উদ্যোগে শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অর্থমন্ত্রী।