গ্রুপসেরা হয়ে পরের পর্বে শেখ জামাল
এএফসি কাপের প্লে-অফ পর্বের টিকেট পেয়ে গেল বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমণ্ডি ক্লাব। শনিবার স্বাগতিক কিরগিজস্তানের ক্লাব এফসি আলগার সঙ্গে ১-১ গোলে ড্র করে ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরের পর্বে খেলা নিশ্চিত করে তারা।
কিরগিজস্তানের রাজধানী বিশকেকে প্লে-অফের বাছাইপর্বের এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। আসরের দুই ম্যাচ থেকে চার পয়েন্ট নিয়ে পরের পর্বে ওঠে শেখ জামাল। তারা প্রথম ম্যাচে কাসা বেনফিকাকে ৪-১ গোলে হারিয়েছিল।
এদিনের ম্যাচে বাংলাদেশ অবশ্য শুরুতেই পিছিয়ে পড়ে। ২২ মিনিটে এফসি আলগাকে এগিয়ে দেন তাদের মিডফিল্ডার ইলদার আমিরভ।
বেশ কিছুক্ষণ এই ব্যবধান ধরেও রেখেছিল স্বাগতিক ক্লাবটি। ৭৭ মিনিটে খেলায় সমতা আনে বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা। নাইজেরীয় স্ট্রাইকার এমেকা সমতাসূচক গোলটি করেন।
বাঁ-প্রান্ত থেকে গাম্বিয়ান মিডফিল্ডার ল্যান্ডিং ডার্বোর বাড়িয়ে দেওয়া বল ধরে এমেকা আড়াআড়ি শটে লক্ষ্যভেদ করেন। তাঁর এই গোলে শেখ জামাল শুধু পরাজয়ের হাত থেকেই রক্ষা পায়নি, উঠে গেল আসরের প্লে-অফ পর্বে।
স্বাগতিক ক্লাব এফসি আলগাও দুই ম্যাচ থেকে চার পয়েন্ট ঝুলিতে তোলে। কিন্তু তারা গোল ব্যবধানে পিছিয়ে পড়ে গ্রুপ রানার্সআপ হয়। তারা প্রথম ম্যাচে বেনফিকাকে ২-০ গোলে হারিয়েছিল।