চাঁদপুরে শিক্ষার্থীদের ওপর হামলার মামলায় গ্রেপ্তার ৪
চাঁদপুরের কচুয়া উপজেলার ভূঁইয়ারা উচ্চ বিদ্যালয়ে সন্ত্রাসীদের হামলায় দুজন শিক্ষকসহ ৪০ শিক্ষার্থী আহত হওয়ার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে কচুয়া থানা পুলিশ। কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম খলিল জানান, গতকাল রোববার রাত ৩টায় ভূঁইয়ারা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন মুজাম্মেল (২২), সবুজ (২২), আলাউদ্দিন (৩২), ওয়াজিউল্লাহ (৩৫)।
শিক্ষক, শিক্ষার্থী ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, গত শুক্রবার রাতে কয়েকজন বিদ্যালয়ে গিয়ে জাতীয় শোক দিবস পালনের জন্য প্রধান শিক্ষক দুলাল চন্দ্র সরকারের কাছ থেকে বিদ্যালয়ের ছাত্রীদের উপবৃত্তির টাকা থেকে ১৫ হাজার টাকা চাঁদা দাবি করে। এদের মধ্যে মনির প্রধান, লিটন, ফারুক নামে ছাত্রলীগের কয়েকজন কর্মী রয়েছেন বলে স্থানীয়রা জানান।
শিক্ষকরা জানান, সেই টাকা দিতে অপারগতা প্রকাশ করলে তাঁরা শনিবার দুপুরে এসে প্রধান শিক্ষককে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। প্রধান শিক্ষককে বাঁচাতে গিয়ে লাঞ্ছিত হন বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও হোস্টেল সুপার ফজলুর রহমানও। পরে ফজলুর রহমানকে আবারও মারধর করা হয়। রোববার সকালে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা বিদ্যালয়ে এসে ওই ঘটনা জানতে পেরে এর প্রতিবাদে এবং সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করে। এ সময় ১৫/১৬ জন যুবক লাঠি-সোঁটা নিয়ে ছাত্র-ছাত্রীদের ওপর অতর্কিত হামলা চালায়।
প্রত্যক্ষদর্শীরা আরো জানায়, হামলায় অন্তত ৪০ জন শিক্ষার্থী আহত হয়। এদের মধ্যে হলো বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী মুন্নি আক্তার, বিউটি আক্তার, শাবনুর, আরিফ হোসেন, পাখি আক্তার, সুজন, নবম শ্রেণির শিক্ষার্থী রিয়াদ হোসেন, অষ্টম শ্রেণির শিক্ষার্থী সোনিয়া আক্তার, পপি আক্তার, রিপা আক্তার, খাদিজা আক্তার বৃষ্টি, সপ্তম শ্রেণির শিক্ষার্থী শাকিলা আক্তার, সায়মা আক্তার, ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী তানজিলা আক্তার, মীম ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থী লিজা আক্তার।
এই ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল চন্দ্র বাদী হয়ে গতকাল রোববার কচুয়া থানায় আটজনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় ১৫-২০ জনকে আসামি করে একটি মামলা করেন।