বঙ্গবন্ধু হত্যার পুনর্তদন্ত দাবি বিএনপির
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যার পুনরায় তদন্ত দাবি করেছে বিএনপি। সেই সঙ্গে তৎকালীন সেনাপ্রধান মেজর জেনারেল কে এম সফিউল্লাহ ও রক্ষীবাহিনীর ভূমিকারও তদন্ত চেয়েছে দলটি।
আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়। urgentPhoto
সংবাদ সম্মেলনে দলের মুখপাত্র ও আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্টের সময়কার সেনাপ্রধান ও রক্ষীবাহিনীর ভূমিকার তদন্ত হওয়া উচিত। পাশাপাশি বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে কোন রাজনৈতিক শক্তি জড়িত ছিল তাদেরও বের করার দাবি জানান তিনি।
আসাদুজ্জামান রিপন বলেন, ‘শেখ মুজিবুর রহমান হত্যার পুনর্তদন্ত হলে সেনাবাহিনী প্রধানের ভূমিকা কী ছিল, সেনাবাহিনী প্রধান সম্পর্কে আজকে যে অভিযোগটি এসেছে, সে অভিযোগটি খতিয়ে দেখা যেতে পারে এবং অভিযোগটি খতিয়ে দেখা উচিত বলে আমি মনে করি। কারণ অভিযোগটি অত্যন্ত গুরুতর। তখনকার সময়কার চিফ অব স্টাফের (সেনাবাহিনী) বিরুদ্ধে অভিযোগ, তিনি এখনো বেঁচে আছেন এবং যিনি অভিযোগ তুলেছেন তিনি শাসক দলের প্রেসিডিয়াম মেম্বার। যিনি অভিযোগ তুলেছেন তিনি নিহত প্রেসিডেন্টের ভাগিনা। অভিযোগটাকে হালকা করে দেখার কোনো সুযোগ নাই। রাজনৈতিক শক্তি কারা জড়িত ছিল তাদেরকেও তো ফাইন্ড আউট করা দরকার আছে। আমরা মনে করি এই খুনের পরিকল্পনার সাথে যাঁরা জড়িত তাঁরা অনেকেই বিচারের আওতার বাইরে রয়েছেন।’
বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সঙ্গে জিয়াউর রহমানকে জড়িয়ে আওয়ামী লীগ মিথ্যাচার করছে বলেও অভিযোগ করেন আসাদুজ্জামান রিপন। রাজনৈতিক প্রতিহিংসার কারণে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শওকত মাহমুদকে গ্রেপ্তার করা হয়েছে- এমন অভিযোগ করে আটক নেতাদের মুক্তির দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে।