দেশে ফিরেই স্বরূপে আমলা
কিছুদিন আগে বাংলাদেশ সফর একদমই ভালো কাটেনি হাশিম আমলার। ওয়ানডে সিরিজে ১৪, ২২ ও ১৫ রান করেছিলেন। বৃষ্টিতে ভেসে যাওয়া টেস্ট সিরিজে একটি ইনিংস খেলার সুযোগ পেলেও ১৩ রানের বেশি করতে পারেননি। তবে দেশে ফিরেই স্বরূপ ধারণ করেছেন দক্ষিণ আফ্রিকার অন্যতম সেরা ব্যাটসম্যান। আমলার দারুণ শতকে ভর করে প্রথম ওয়ানডেতে নিউজিল্যান্ডকে ২০ রানে হারিয়েছে প্রোটিয়ারা।
সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে টস হেরে ব্যাট করতে নামা দক্ষিণ আফ্রিকাকে ৭ উইকেটে ৩০৪ রানের লড়াকু সংগ্রহ এনে দিতে আমলার পাশাপাশি রাইলি রুসোর অবদানও কম নয়। দ্বিতীয় উইকেটে দুজনের ১৮৫ রানের জুটিতেই স্বাগতিকদের বড় সংগ্রহের ভিত নির্মিত।
১২৬ বলে ১৩টি চার ও তিনটি ছক্কায় ১২৪ রান করেছেন আমলা। রুসোর ব্যাট থেকে এসেছে ৮৯ রান। ১১২ বলের ইনিংসটা সাজানো ছয়টি চার ও তিনটি ছক্কায়।
এটা আমলার ২১তম ওয়ানডে শতক। সে সুবাদে একটা কীর্তিও স্পর্শ করেছেন তিনি। ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার পক্ষে হার্শেল গিবসের সবচেয়ে বেশি শতকের রেকর্ডে ভাগ বসিয়েছেন আমলা। ২০টি শতক নিয়ে এ দুজনের পরেই আছেন প্রোটিয়াদের ওয়ানডে অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স।
জবাব দিতে নামা নিউজিল্যান্ডকে জয়ের স্বপ্ন দেখাচ্ছিলেন টম লেইথাম (৬০) ও কেইন উইলিয়ামসন (৪৭)। দুজনের দৃঢ়তায় ২৮তম ওভারে ২ উইকেটে ১৪৮ রান করে ফেলেছিল অতিথিরা। কিন্তু এর পর ১২ বলের ব্যবধানে ৩ উইকেট পতন থমকে দেয় কিউইদের। ষষ্ঠ উইকেটে জিমি নিশাম (৪১) ও কলিন মানরো (৩৩) ৬৫ বলে ৭১ রানের জুটি গড়লেও ২৮৪ রানে অলআউট হয়ে যায় নিউজিল্যান্ড।
তিন ম্যাচ সিরিজের দ্বিতীয়টি হবে আগামী রোববার, পচেফস্ট্রুমে।