বার কাউন্সিল নির্বাচনে প্রার্থীদের মতবিনিময়
কুমিল্লায় বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচনে প্রার্থীদের একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে কুমিল্লা জেলা আইনজীবী সমিতি ভবনের দ্বিতীয় তলায় জেলা ও দায়রা জজ আদালতের একটি কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট মজিবুর রহমান। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচনের সাধারণ আসনের সদস্য পদপ্রার্থী ব্যারিস্টার এম আমীর-উল ইসলাম।
সভায় প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার আমীর-উল ইসলাম বলেন, ‘বিচার বিভাগের স্বাধীনতা ও আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত বাংলাদেশ বিনির্মাণে আইনজীবীদের সম্মিলিত উদ্যোগ ও অংশগ্রহণ কাম্য।’ আসন্ন বার কাউন্সিল নির্বাচনে সম্মিলিত আইজীবী সমন্বয় পরিষদ মনোনীত প্যানেলকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান তিনি।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য ও সাবেক আইনমন্ত্রী আব্দুল মতিন খসরু এমপি, ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ, বাংলাদেশ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী পরিমল চন্দ্র গুহ, সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক সারওয়ার আহমেদ চৌধুরীসহ কুমিল্লা বারের আওয়ামী লীগপন্থী দুইশতাধিক আইনজীবী।