ভারতে ভিসার মেয়াদ এক বছর বাড়ল তসলিমার
আবেদনের পরিপ্রেক্ষিতে নির্বাসিত বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিনের ভিসার মেয়াদ আরো এক বছর বাড়িয়েছে ভারত সরকার। ভারতের ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বর্ধিত মেয়াদ চলতি বছর ২৩ জুলাই থেকে কার্যকর হবে।
চলতি বছর ১৭ আগস্ট ভিসার মেয়াদ শেষ হয় তসলিমার। সে সময়ই ভারতের কেন্দ্র সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা ইঙ্গিত দিয়েছিলেন, নির্বাসিত এই লেখিকার বসবাসের নতুন অনুমতিপত্র প্রক্রিয়ার কাজ প্রায় সম্পন্ন হয়েছে।
এর আগে তসলিমা তাঁর ভারতে থাকার বসবাসের মেয়াদ বৃদ্ধি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন। তসলিমা বলেছিলেন, ‘আমি বিষয়টি নিয়ে খুবই উদ্বেগে রয়েছি। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কোনো রকম সাড়া পাচ্ছি না।’
৫৩ বছরের এই লেখিকা বলেন, ‘এর আগে এই ধরনের ভিসা বাড়ানোর ক্ষেত্রে একদিনের বেশি সময় লাগেনি। অথচ এবার বেশ কয়েকদিন পার হয়ে গেলেও সরকারের তরফে কোনো রকম সাড়া পাইনি।’ এরপরই তসলিমা ভারত সরকারের কাছে তাঁর ভিসা বাড়ানোর আবেদন জানান। সেই আবেদন অবশেষে মঞ্জুর হলো।
ভারত সরকারের এ সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় আজ শুক্রবার দুপুরে তসলিমা নাসরিন জানিয়েছেন, আরো এক বছরের জন্য ভিসার মেয়াদ বাড়বে বলে তিনি আশা করছিলেন। সরকারের এ সিদ্ধান্তে তিনি খুবই খুশি। যদিও তিনি জানিয়েছেন, সরকারিভাবে এখনো তাঁকে এই খবর জানানো হয়নি।
মৌলবাদীদের হুমকির মুখে ১৯৯৪ সালে দেশ ছাড়েন তসলিমা। সেই থেকে তিনি নির্বাসনে আছেন। দীর্ঘ দুই দশক তিনি যুক্তরাষ্ট্র, ইউরোপ এবং ভারতে থাকছেন। সুইডেনে তাঁর নাগরিকত্ব রয়েছে।
এ ছাড়া ২০০৪ সাল থেকে তিনি নিয়মিতভাবেই ভারতে থাকার ভিসা পাচ্ছেন। তবে ভারতের মাটিতে স্থায়ীভাবে থাকার ইচ্ছে প্রকাশ করেছেন বহুবার। বিশেষ করে কলকাতায় থাকতে চেয়েছিলেন তিনি। কিন্তু ২০০৭ সালে এক বিক্ষোভের মুখে পড়ে কলকাতা ছাড়তে হয় তাঁকে। ফলে ভারতে বসবাসের ক্ষেত্রে প্রতিবছর বাড়ানো হচ্ছে তাঁর ভিসার মেয়াদ।