করোনায় স্বস্তিতে চীন, বন্ধ হলো উহানের সব অস্থায়ী হাসপাতাল
চীনে উল্লেখযোগ্য হারে কমতে শুরু করেছে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা। বিশেষ করে হুবেই প্রদেশের উহান শহরে করোনায় মৃত ও আক্রান্তের সংখ্যা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ার পর এখন অনেকটাই স্বস্তি ফিরে এসেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত চীনে করোনায় আক্রান্ত হয়ে একদিনে মৃতের সংখ্যা কমে এসেছে ১৭ জনে। এ ছাড়া শেষ খবর পাওয়া পর্যন্ত আক্রান্তের সংখ্যা মাত্র ১৯, যা আগের তুলনায় অনেক কম। এর মধ্যে উহান শহরে ১৭ জনকে শনাক্ত করা হয়েছে। এর আগে চীনে প্রতিদিনই শতাধিক মৃত্যুর ঘটনা ঘটে এসেছে। বার্তা সংস্থা রয়টার্স আজ মঙ্গলবার এ খবর জানিয়েছে।
এমন খবরে উহানে করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসায় প্রস্তুত করা ১৬টি অস্থায়ী হাসপাতালের সবই বন্ধ করে দিয়েছে সরকার। এমন স্বস্তির খবরে বাসিন্দাদের মধ্যে অনেকদিন ধরে চলতে থাকা আতঙ্ক কমতে শুরু করেছে।
এদিকে করোনাভাইরাসের উৎপত্তিস্থল উহান শহরে সফরে গেছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর এই প্রথম উহানে গেলেন তিনি।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, আজ মঙ্গলবার সকালে উহানে পৌঁছেছেন শি জিনপিং। পূর্ব ঘোষণা ছাড়াই এ সফরে গেছেন চীনা প্রেসিডেন্ট।
করোনাভাইরাস প্রতিরোধ ও নিয়ন্ত্রণ ব্যবস্থা পরিদর্শনের জন্যই উহান সফরে গেছেন শি জিনপিং। সেখানে স্বাস্থ্যকর্মী, সেনা কর্মকর্তা, পুলিশ, রোগী এবং বাসিন্দাদের সঙ্গে দেখা করার কথা খবরে উল্লেখ করা হয়।
এদিকে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সারা বিশ্বে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চার হাজার ১৭ জনে। এ ছাড়া শেষ খবর পাওয়া পর্যন্ত আক্রান্তের সংখ্যা এক লাখ ১৪ হাজার ছাড়িয়েছে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়িতে ফিরে গেছেন অন্তত ৬৪ হাজার মানুষ। নেদারল্যান্ডসভিত্তিক সংবাদমাধ্যম বিএনও নিউজ এ খবর জানিয়েছে।