মানিকগঞ্জে ৫৯ প্রবাসীকে রাখা হয়েছে ‘হোম কোয়ারেন্টাইনে’
করোনাভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কায় মানিকগঞ্জে বিভিন্ন দেশ থেকে আসা ৫৯ জন প্রবাসীকে ‘হোম কোয়ারেন্টাইন’ এ রাখা হয়েছে। নিজ নিজ বাড়িতে তাদের পৃথক রেখে পরিবারের লোকজনের ওপর সবসময় নজরদারি চালানো হচ্ছে।
জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, আজ মঙ্গলবার বিকেলে ৫টা পর্যন্ত বিভিন্ন উপজেলার ৫৯ প্রবাসী বাড়িতে ফিরেছেন। তাঁরা ইতালি, চীন, দক্ষিণ আফ্রিকা, সৌদি আরব ও সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশ থেকে এসেছেন। তাদের সবাইকে নিজ বাড়িতে বিশেষ ব্যবস্থায় রাখা হয়েছে। তারা পুরোপুরি সুস্থ-স্বাভাবিক রয়েছেন।
জেলা প্রশাসক এস এম ফেরদৌস বলেন, ‘এসব ব্যক্তিসহ পরিবারের কাউকে নিজ বাড়ি থেকে বাইরে বের হতে দেওয়া হচ্ছে না। এ ক্ষেত্রে উপজেলা প্রশাসন, পুলিশ ও স্বাস্থ্যকর্মীরা দায়িত্ব পালন করছেন।’
বিদেশ ফেরত ওইসব ব্যক্তিদের স্বাস্থ্যবিষয়ক কোনো সমস্যা দেখা দিলে তাৎক্ষণিকভাবে তাঁকে কোয়ারেন্টাইনে পাঠানো হবে।
এদিকে গত রোববার দেশে করোনাভাইরাস আক্রান্ত তিনজন রোগী শনাক্ত হওয়ার পর থেকে সরকারি নির্দেশে মানিকগঞ্জ জেলায় করোনাভাইরাস প্রতিরোধমূলক বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। গতকাল সোমবার সকালে সদর হাসপাতালের পুরাতন ভবনের দোতলায় একটি বড় কক্ষে ১২ শয্যার আইসোলেশন ইউনিট খোলা হয়েছে। সেইসঙ্গে আঞ্চলিক জনসংখ্যা প্রশিক্ষণ ইনস্টিটিউশনের নতুন ভবনে ১০০ শয্যার কোয়ারেন্টাইন ইউনিট খোলা হয়েছে।
এর আগে গত ৩ মার্চ জেলা ও উপজেলা মাল্টিসেক্টরাল সমন্বয় কমিটি ও র্যাপিড রেসপন্স কমিটি গঠন করা হয়। ১১ সদস্য বিশিষ্ট এ কমিটিতে জেলা প্রশাসককে সভাপতি এবং সিভিল সার্জন আনোয়ারুল আমিন আখন্দকে সদস্য সচিব করা হয়েছে। এরইমধ্যে এ কমিটির সভা হয়েছে। করোনাভাইরাস বিষয়ে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের স্বাস্থ্যসেবা নিয়ে ধারণাও দেওয়া হয়েছে।
এ ছাড়া প্রায় দুই সপ্তাহ আগে জেলা ও উপজেলায় পৃথক র্যাপিড রেসপন্স কমিটি গঠন করা হয়। এ কমিটিতে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা রয়েছেন। করোনাভাইরাস আক্রান্তের উপসর্গ দেখা দিলে রোগীকে তাৎক্ষণিক হাসপাতালে নিয়ে আসাই এ কমিটির সদস্যদের প্রধান কাজ।
এদিকে সদর হাসপাতালে নয় সদস্য বিশিষ্ট করোনাভাইরাস বা কোভিড-১৯ ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়েছে। সিনিয়র কনসালটেন্ট (মেডিসিন) ডা. সাকিনা আনোয়ারকে কমিটির প্রধান করা হয়েছে। হাসপাতালের আইসোলেশন ইউনিটে আসা রোগীদের রক্তের নমুনা সংগ্রহ করা ও তা রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো এ কমিটির প্রধান কাজ।