মানিকগঞ্জে বিদেশ ফেরত ৭৯ ব্যক্তি 'হোম কোয়ারেন্টাইনে'
গত দুদিনে মানিকগঞ্জের বিভিন্ন উপজেলায় বিদেশ ফেরত ৭৯ জন ব্যক্তিকে 'হোম কোয়ারেন্টাইনে' রাখা হয়েছে। তাদের শরীরে করোনাভাইরাসের উপসর্গ না থাকলেও বিদেশ ফেরত হওয়ার কারণে তাদের নিজ নিজ বাড়িতে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
আজ বুধবার ২০ জন এবং গত মঙ্গলবার ৫৯ জনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন আনোয়ারুল আমিন আখন্দ।
সিভিল সার্জন জানান, করোনাভাইরাস প্রতিরোধে মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালের পুরাতন ভবনের দ্বিতীয় তলায় ১২ বেডের আইসোলেশন ইউনিট এবং সদর উপজেলার কেওয়ারজানি এলাকায় আঞ্চলিক জনসংখ্যা প্রশিক্ষণ ইনস্টিটিউটে ১০০ শয্যার কোয়ারেন্টাইন ইউনিট প্রস্তুত রাখা হয়েছে।
জেলায় প্রায় এক হাজার ২০০ বিদেশ ফেরত ব্যক্তি রয়েছে। তারা সম্প্রতি ইতালি, চীন, দক্ষিণ আফ্রিকা, সৌদিআরব ও সিঙ্গাপুর থেকে ফিরেছেন বলে জানান সিভিল সার্জন।
এদিকে জেলা প্রশাসককে সভাপতি ও সিভিল সার্জনকে সদস্য সচিব করে করোনাভাইরাস প্রতিরোধে ১১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি গঠন করা হয়েছে।
এ ছাড়া প্রতিটি উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) সভাপতি ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে সদস্য সচিব করে কমিটি গঠন করা হয়েছে। তারা প্রতিনিয়ত পর্যবেক্ষণে থাকা ব্যক্তিদের খোঁজ-খবর নেবেন।