টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে উপস্থিত দর্শকের শরীরে করোনা
করোনাভাইরাসের প্রকোপে অনিশ্চয়তার মুখে পড়ে গেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ভবিষ্যৎ। এরই মধ্যে নতুন খবর, সদ্য সমাপ্ত নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল দেখতে স্টেডিয়ামে উপস্থিত এক দর্শক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড (এমসিজি) কর্তৃপক্ষ এ খবর জানিয়েছে।
গত ৮ মার্চ অস্ট্রেলিয়ার এমসিজিতে অনুষ্ঠিত হয়েছিল ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকার নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল। প্রায় ৯০ হাজার দর্শক সে ম্যাচ দেখতে উপস্থিত ছিলেন।
এক বিবৃতিতে আজ বৃহস্পতিবার এমসিজি কর্তৃপক্ষ জানিয়েছে, গত রোববার (৮ মার্চ) আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল দেখতে উপস্থিত এক দর্শক করোনাজনিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন। যদিও এমসিজি কর্তৃপক্ষের দাবি, ওই দর্শকের মাধ্যমে অন্যদের শরীরে করোনার জীবাণু ছড়িয়ে পড়ার সম্ভাবনা ক্ষীণ। বিবৃতিতে দাবি করা হয়েছে, ‘অস্ট্রেলিয়ার স্বাস্থ্য ও মানবসেবা দপ্তর (ডিএইচএইচএস) ওই দর্শকের স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন নিরীক্ষা করে জানিয়েছে, তাঁর শরীর থেকে মাঠে উপস্থিত অন্যান্য দর্শক ও মাঠের কর্মীদের শরীরে কোভিড-১৯ ছড়িয়ে পড়ার সম্ভাবনা খুবই কম।’
অবশ্য ডিএইচএইচএসের পক্ষ থেকে পরামর্শ দেওয়া হয়েছে, যাঁরা ফাইনালের দিন স্টেডিয়ামের ‘এন৪২’ ব্লকে করোনায় আক্রান্ত ওই দর্শকের আশপাশে ছিলেন, তাঁরা পরিষ্কার-পরিচ্ছন্নতার ওপর জোর দিয়ে নিজেদের স্বাভাবিক কাজকর্ম চালিয়ে যেতে পারেন। তবে যদি তাঁদের মধ্যে যদি ফ্লুর মতো কোনো লক্ষণ দেখা দেয়, তাহলে অবিলম্বে একজন স্বাস্থ্য বিশেষজ্ঞের পরামর্শ নিতে বলা হয়েছে।