কারবালায় আগামীকাল জুমার নামাজ হবে না
চীনের উহান থেকে বিশ্বব্যাপী আতঙ্ক ছড়াচ্ছে করোনাভাইরাস। এরই মধ্যে বিশ্বের একশটিরও বেশি দেশে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী করোনা। গতকাল ভাইরাসটিকে মহামারি ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
মহামারি করোনাভাইরাস আতঙ্কে এবার ইরাকের শিয়া পন্থিদের পবিত্র শহর কারবালায় আগামীকাল শুক্রবার জুমার নামাজ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। শহরটির প্রশাসনের এক বিবৃতির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
প্রতিবেশী নাজাফের মতোই কারবালায় শিয়া তীর্থযাত্রীরা ইরাক ও বিদেশ থেকে এসে জড়ো হন। গত শুক্রবারও জুমার নামাজ পড়া হয়নি সেখানে।
দেশটিতে করোনাভাইরাস রোগীর সংখ্যা বেড়ে বর্তমানে ৭৯ জন। এক বিবৃতিতে ইরাকের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ১০ দিনের জন্য বাগদাদের স্কুল ও বিশ্ববিদ্যালয় বন্ধ রাখা হয়েছে। এ ছাড়া ভাইরাসে আক্রান্ত দেশগুলোতে ভ্রমণের ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করা হয়েছে।