সৌদিতে প্রবাসীদের নিরাপদে থাকার নির্দেশ বাংলাদেশ দূতাবাসের
করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে বেশ কয়েকটি দেশের নাগরিক ও বাসিন্দাদের ভ্রমণের ওপর সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করেছে সৌদি আরব। নতুন করে সৌদি আরবে আরো ২৪ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পেয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। তবে এরই মধ্যে একজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন বলে জানানো হয়েছে।
করোনাভাইরাস থেকে প্রবাসীদের সতর্কতার সঙ্গে চলাচল করার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ দূতাবাস রিয়াদ ও জেদ্দাস্থ বাংলাদেশ কনসুলেট।
আজ বৃহস্পতিবার পর্যন্ত দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৪৫ জনে। যাদের মধ্যে ২২ জনই মিসরীয় নাগরিক। একজন মার্কিন ও অন্যরা সৌদি নাগরিক বলে জানা যায়।
এ দিকে পরিস্থিতি মোকাবিলায় ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, ফিলিপাইন, সুদান, ইথিওপিয়া, ইরিত্রিয়া, জিবুতি, সোমালিয়া, কেনিয়াসহ ইউরোপীয় ইউনিয়নের সব রাষ্ট্র থেকে সৌদিতে প্রবেশ ও সৌদি থেকে সেসব দেশে গমনে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
তবে সৌদিতে কাজ করা সেসব দেশের নাগরিকের ভিসার ও ইকামার মেয়াদ রয়েছে, তারা আগামী ৭২ ঘণ্টার মধ্যে সৌদিতে ফেরার সুযোগ পাবেন। সৌদিতে কাজ করা ভারত ও ফিলিপাইনের স্বাস্থ্য কর্মীরা এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে। এই নির্দেশের ফলে বাংলাদেশ থেকে ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা মারফত ট্রানজিট হয়ে আসা যাত্রীরা আর সৌদি আরবে আসতে পারবেন না বলে জানিয়েছে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।