আর্সেনাল কোচ আর্তেতা করোনায় আক্রান্ত
ইংলিশ প্রিমিয়ার লিগের জনপ্রিয় ফুটবল দল আর্সেনালের প্রধান কোচ মাইকেল আর্তেতা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর ফলে আগামীকাল শনিবার হতে যাওয়া ব্রাইটন বনাম আর্সেনালের খেলাটি স্থগিত করা হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি আজ শুক্রবার এ খবর জানিয়েছে।
এদিকে করোনার প্রাদুর্ভাবের আশঙ্কায় বন্ধ করে দেওয়া হয়েছে আর্সেনালের প্রশিক্ষণ মাঠ। এ ছাড়া সম্প্রতি ক্লাবটির যেসব সদস্য ও কর্মীরা আর্তেতার সংস্পর্শে ছিলেন, তাঁরা এখন আইসোলেশনে থাকবেন।
এরই মধ্যে পরবর্তী খেলার সময়সূচি নিয়ে আজ শুক্রবার জরুরি সভা ডেকেছে প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ।
৩৭ বছর বয়সী আর্সেনাল কোচ আর্তেতা বলেন, ‘এটা খুবই হতাশাজনক। যত দ্রুত সম্ভব, অনুমতি পেলে আমি কাজে যোগ দেব।’
আর্সেনালের ব্যবস্থাপনা পরিচালক বিনয় ভেনকাতেশাম বলেন, ‘বৃহত্তর জনগণের স্বাস্থ্য অগ্রাধিকার পাবে এবং সেদিকেই আমাদের মূল দৃষ্টি।’
এদিকে ম্যানচেস্টার সিটির ডিফেন্ডার বেঞ্জামিন মেন্ডি স্বেচ্ছায় আইসোলেশনে রয়েছেন। তাঁর পরিবারের এক সদস্যের মধ্যে করোনাভাইরাসের লক্ষণ দেখা দেওয়ায় তিনি আইসোলেশনে যান। এ ছাড়া লেস্টার সিটির তিন ফুটবলারদের মধ্যে করোনাভাইরাসের লক্ষণ দেখা দেওয়ায় তাঁরাও আইসোলেশনে রয়েছেন।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চার হাজার ৯৬৭ জনে। এ ছাড়া শেষ খবর পাওয়া পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা এক লাখ ৩৫ হাজার ৭৮১ জন বলে জানা গেছে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৬৮ হাজার ৩৪৬ জন। এর মধ্যে যুক্তরাজ্যে আটজনের মৃত্যু হয়েছে। দেশটিতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৫৬ জনে। বন্ধ করে দেওয়া হয়েছে যুক্তরাজ্যের সব শিক্ষাপ্রতিষ্ঠান। সেখানে সবাইকে বাসায় থেকেই কাজের নির্দেশ দেওয়া হয়েছে।