আইপিএল হবে কি, কাল চূড়ান্ত সিদ্ধান্ত
সারা বিশ্বেই এখন করোনাভাইরাস আতঙ্ক। আঘাত হেনেছে বিশ্ব ক্রীড়াঙ্গনেও। এই ভাইরাস আতঙ্কে বন্ধ হচ্ছে একের পর এক ইভেন্ট। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) শুরু হওয়ার কথা এই মার্চের শেষ দিকে। কিন্তু নির্ধারিত সময়ে এই আসর শুরু হবে কিনা, তা নিশ্চিত নয়। এ বিষয়ে আগামীকাল শনিবার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বিসিসিআই।
এ ব্যাপারে বিসিসিআইর এক কর্মকর্তা বলেন, ‘আমরা দর্শক ছাড়াই আইপিএল নির্ধারিত সময়ে শুরু করতে চাই। সে ক্ষেত্রে শুধু টিভিতেই আইপিএল দেখা যাবে। কারণ, এখানে আমাদের কিছুই করার নেই।’
তবে শোনা যাচ্ছে, বাতিল না করে পরে উপযুক্ত সময়ে আসরটি আয়োজনের চিন্তা রয়েছে তাদের। বিসিসিআই এরই মধ্যে আসন্ন আইপিএলের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের প্রাইজমানির পরিমাণ কমিয়ে দিয়েছে।
দিন দিন বেড়েই চলেছে করোনাভাইরাসের সংক্রমণ। বিশ্বের একশরও বেশি দেশে এই ভাইরাস ছড়িয়ে পড়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এটিকে মহামারি হিসেবে ঘোষণা করেছে।
ভারত ভ্রমণের বিষয়ে নির্দেশনা জারি করেছে ভারতীয় হাইকমিশন। তাই ভিসা না পেলে অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার ও ইংল্যান্ডের বেন স্টোকসের মতো তারকা খেলোয়াড়দের আইপিএলে খেলার পথ বন্ধ হয়ে যেতে পারে।
অবশ্য দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে সিরিজ খেলছে ভারত। সম্প্রতি ভারতের মাটিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছে আয়ারল্যান্ড-আফগানিস্তান।
বিসিসিআইর এই কর্মকর্তা আরো বলেন, ‘অবশ্যই আমরা চাই খেলোয়াড় ও ক্রিকেটপ্রেমীরা নিরাপদ থাকুক। লিগ চালিয়ে যেতে সব ধরনের সতর্কতা অবলম্বন করা হবে।’
এদিকে মহারাষ্ট্রের রাজ্য সরকার এরই মধ্যে মুম্বাই ইন্ডিয়ানসকে নির্দেশ দিয়েছে, চেন্নাই সুপার কিংসের বিপক্ষে লিগের প্রথম ম্যাচের টিকেট বিক্রিতে যেন দেরি করে।
দর্শক ছাড়াই সব ম্যাচ আয়োজনের জন্য কেন্দ্রীয় সরকারকে আহ্বান জানিয়েছে মহারাষ্ট্র। ইউরোপিয়ান ফুটবলে যেমনটি করা হচ্ছে।
মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ টোপে বলেন, ‘আইপিএলের চেয়ে মানুষের জীবনের মূল্য অনেক বেশি।’