হিলি স্থলবন্দর দিয়ে বন্ধ হতে পারে পাসপোর্টে যাত্রী পারাপার
করোনাভাইরাসের কারণে দিনাজপুরের হিলি চেকপোস্ট দিয়ে যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে পাসপোর্টে যাত্রী পারাপার। আগামী ১৫ এপ্রিল পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে। ফলে পাসপোর্ট-ভিসা নিয়ে নতুন করে কোনো যাত্রী বাংলাদেশ ও ভারতে আসা-যাওয়া করতে পারবেন না। তবে এরই মধ্যে এ দুই দেশে যাওয়া যাত্রীরা নিজ দেশে ফিরে যেতে পারবেন।
হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেকেন্দার আলী ভারতের হিলি ইমিগ্রেশন কার্যালয়ের একটি সূত্রের বরাত দিয়ে জানান, অন্যান্য দেশের মতো ভারত করোনাভাইরাসের কারণে বাংলাদেশ থেকে সে দেশে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করতে পারে। আজ বিকেল থেকে যেমন বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে যাওয়া বন্ধ হয়ে যাবে, তেমনি একইভাবে হিলি স্থলবন্দর দিয়েও এই নিয়ম জারি হতে পারে। তবে এ ব্যাপারে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো চিঠি পাওয়া যায়নি।
সেকেন্দার আলী আরো জানান, নতুন করে পাসপোর্টে যাত্রী পারাপার বন্ধ হলেও যাঁরা আগে থেকে বাংলাদেশ ও ভারতে গিয়ে অবস্থান করছেন, শুধু তাঁরাই নিজ দেশে ফিরে যেতে পারবেন। যেমন, বাংলাদেশে অবস্থানরত ভারতীয় পাসপোর্টধারী যাত্রীরা ভারতে ফিরে যেতে পারবেন। আবার ভারতে অবস্থানরত বাংলাদেশিরা এই বন্দর দিয়ে বাংলাদেশে আসতে পারবেন। প্রতিদিন এই বন্দরের মাধ্যমে প্রায় ৫০০ যাত্রী বাংলাদেশ ও ভারতে আসা-যাওয়া করে থাকেন বলেও জানান এই ইমিগ্রেশন কর্মকর্তা।