‘সম্ভবত মার্কিন সেনা উহানে করোনা ছড়িয়েছে’, দাবি চীনা কর্মকর্তার
চীনে ধীরে ধীরে কমতে শুরু করেছে করোনাভাইরাসের সংক্রমণ। এ ছাড়া করোনাভাইরাসের উৎপত্তিস্থল হুবেই প্রদেশের উহান শহরে এর আগে আশঙ্কাজনক হারে মৃতের সংখ্যা বাড়লেও এখন বেশ স্বস্তিতেই রয়েছেন বাসিন্দারা। তবে এর মধ্যেই চাঞ্চল্যকর অভিযোগ করে বসলেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য বিভাগের মুখপাত্র ও উপমহাপরিচালক লিজিয়ান ঝাও। তিনি মনে করেন, সম্ভবত মার্কিন সেনাবাহিনীর মাধ্যমে উহানে করোনাভাইরাস ছড়িয়েছে। তবে এ ক্ষেত্রে কোনো ধরনের প্রমাণ তিনি উল্লেখ করেননি। এক টুইটবার্তায় গতকাল বৃহস্পতিবার এমন সম্ভাবনার কথা উল্লেখ করেন লিজিয়ান।
এর আগে চীনে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন ওঠে, চীনে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের পেছনে যুক্তরাষ্ট্রের হাত রয়েছে। এর মধ্যেই চীনা কর্মকর্তা লিজিয়ান ঝাওয়ের এমন মন্তব্য এ গুঞ্জনকে আরো বাড়িয়ে দিল।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, চীনে করোনাভাইরাসের প্রকোপ কমে যাওয়ায় এবং বিশ্বে এর সংক্রমণ বেড়ে যাওয়ায় এখন উহান শহরকে ‘করোনাভাইরাসের উৎপত্তিস্থল’ হিসেবে মানতে নারাজ বেইজিং। সম্প্রতি চীনা কর্মকর্তারা দাবি করছেন, অন্য কোথাও এই ভাইরাসের উৎপত্তি। যুক্তরাষ্ট্র সম্প্রতি করোনাভাইরাসকে ‘উহান ভাইরাস’ হিসেবে চিহ্নিত করায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে বেইজিং।
এরই মধ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চার হাজার ৯৭২ জনে। এ ছাড়া শেষ খবর পাওয়া পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা এক লাখ ৩৫ হাজার ৭৮১ জন বলে জানা গেছে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৬৯ হাজার ৮৭৩ জন। নেদারল্যান্ডসভিত্তিক সংবাদমাধ্যম বিএনও নিউজ এ খবর জানিয়েছে।
এর মধ্যে চীনে করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে তিন হাজার ১৭৬ জনের এবং মোট আক্রান্তের সংখ্যা ৮০ হাজার ৮১৩। এ ছাড়া দেশটিতে করোনায় আক্রান্তের পর সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৬৪ হাজার ১১১ জন।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রে বেড়েছে করোনার প্রকোপ। দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে ৩৬ জনে দাঁড়িয়েছে। সেখানে মোট আক্রান্তের সংখ্যা এক হাজার ৩৩৬ বলে জানা গেছে। করোনাভাইরাসের সংক্রমণ রোধে ও ঝুঁকি মোকাবিলায় ইউরোপ থেকে যুক্তরাষ্ট্রে ভ্রমণ ৩০ দিনের জন্য স্থগিত ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কেবিনেট বৈঠক শেষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ট্রাম্প বলেন, ‘(আজ) শুক্রবার থেকে এই ঘোষণা কার্যকর হবে, তবে যুক্তরাজ্য এই ঘোষণার বাইরে থাকবে।’
ট্রাম্প আরো বলেন, ‘ইউরোপের দেশ এবং চীন ও দক্ষিণ কোরিয়া থেকে ভ্রমণের নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। তবে পরিস্থিতির উন্নতি ঘটলে যতটা সম্ভব দ্রুতই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে।’