করোনা আতঙ্কে আইপিএল স্থগিত!
নির্ধারিত সময়ে আইপিএল মাঠে গড়াবে কি না, তা নিয়ে সিদ্ধান্ত হওয়ার কথা ছিল আগামীকাল শনিবার। কিন্তু তার একদিন আগেই বিসিসিআই সিদ্ধান্ত নিয়েছে, করোনা আতঙ্কের কারণে পিছিয়ে দিয়েছে আইপিএল। ২৯ মার্চ শুরু হবে না ঘরোয়া টি-টোয়েন্টির সবচেয়ে জমজমাট আসরটি। এর পরিবর্তে ১৫ এপ্রিল পর্যন্ত স্থগিত হয় আসরটি।
করোনাভাইরাস পরিস্থিতি সামাল দিতেই আইপিএল স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। আজ শুক্রবার বিসিসিআই এক বিবৃতিতে জানিয়েছে, ‘বিসিসিআই জনস্বাস্থ্যের বিষয়ে উদ্বিগ্ন। পাশাপাশি সব রকম বিপদ এড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। আইপিএলের সঙ্গে যুক্ত সবার নিরাপত্তার কথা ভেবেই এ সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই।’
বিসিসিআই আরো জানিয়েছে, ‘যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট কেন্দ্রীয় ও রাজ্য সরকার বিভাগ ভারত সরকারের সঙ্গে এ বিষয়ে কাজ করবে।’
অবশ্য এর আগে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছিল, ‘কেন্দ্রীয় সরকার আইপিএল না করার সিদ্ধান্ত নিয়েছে। তবে আয়োজকরা যদি এগিয়ে যেতে চান, তবে সেটা তাঁদের সিদ্ধান্ত।’
গতকাল বৃহস্পতিবার কেন্দ্রীয় সরকারের করোনাভাইরাস সম্পর্কিত একটি পরামর্শ বিসিসিআইর কাছে পাঠানো হয়েছিল, সেখানে একটি সুপারিশ করা হয়—সব ক্রীড়া অনুষ্ঠান কোনো দর্শককে ছাড়াই আয়োজন করতে। অথবা অনুষ্ঠান স্থগিত করতে হবে। শেষ পর্যন্ত আইপিএল স্থগিতেরই সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই।
দিন দিন বেড়েই চলেছে করোনাভাইরাসের সংক্রমণ। বিশ্বের একশরও বেশি দেশে এই ভাইরাস ছড়িয়ে পড়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এটিকে মহামারি হিসেবে ঘোষণা করেছে।
ভারত ভ্রমণের বিষয়ে নির্দেশনা জারি করেছে ভারতীয় হাইকমিশন। তাই ভিসা না পেলে অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার ও ইংল্যান্ডের বেন স্টোকসের মতো তারকা খেলোয়াড়দের আইপিএলে খেলার পথ বন্ধ হয়ে যেতে পারে। তা ছাড়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে সিরিজ খেলছে ভারত। সম্প্রতি ভারতের মাটিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলে গেছে আয়ারল্যান্ড-আফগানিস্তান।