এবার করোনা ঝুঁকিতে ইভানকা ট্রাম্প!
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কন্যা ইভানকা ট্রাম্প প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে পড়ে গেলেন। কারণ তাঁর সঙ্গে গত সপ্তাহে এক অনুষ্ঠানে দেখা করে যাওয়ার পর অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
করোনাভাইরাসে আক্রান্ত অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী পিটার ডুটনের সঙ্গে গত সপ্তাহে ওই অনুষ্ঠানে হাত মিলিয়েছিলেন ইভানকা। এ কারণেই ইভানকা এ ভাইরাসে সংক্রমিত হতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।
মার্কিন অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বার ও হোয়াইট হাউসের কর্মকর্তারাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম বিজনেস ইনসাইডার।
করোনা আক্রান্ত অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী পিটার ডুটন বর্তমানে কুইন্সল্যান্ডের একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
আজ শুক্রবার সকালে এক টুইটে মন্ত্রী ডুটন জানান, সকালে ঘুম থেকে উঠেই গলায় খুসখুস ও শরীরে অতিরিক্ত তাপমাত্রা অনুভব করেন তিনি। সঙ্গে সঙ্গে স্থানীয় স্বাস্থ্য বিভাগের সঙ্গে যোগাযোগ করেন ডুটন। হাসপাতালে আইসোলেশনে রেখে তাঁকে চিকিৎসা দেওয়া হচ্ছে।