ফেলানী হত্যা মামলা : আগামী ৬ অক্টোবর রিটের শুনানি
আগামী ৬ অক্টোবর বাংলাদেশি কিশোরী ফেলানী হত্যা মামলার রিটের শুনানির দিন ধার্য করেছেন ভারতের সুপ্রিম কোর্ট। ফেলানী হত্যা মামলায় ন্যায়বিচার চেয়ে বাবা নূর ইসলামের করা রিটের পরিপ্রেক্ষিতে এই শুনানির দিন ধার্য করা হয়।
আজ বুধবার বিকেলে বিষয়টি জানিয়েছেন, নূর ইসলামের আইনজীবী আব্রাহামি লিংকন। তিনি কুড়িগ্রামের সরকারি আইনজীবী।
এর আগে গত ৮ জুলাই বাংলাদেশ আইন ও সালিশ কেন্দ্রের মাধ্যমে ভারতের মানবাধিকার সুরক্ষা মঞ্চের (মাসুম)নির্বাহী পরিচালক কিরীট রায়ের কাছে ভারতের উচ্চ আদালতে ফেলানী হত্যায় ন্যায়বিচার চেয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়ে আবেদন করেন ফেলানীর বাবা নূর ইসলাম।
২০১১ সালের ৭ জানুয়ারি কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার অনন্তপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) সদস্য অমিয় ঘোষের গুলিতে নির্মমভাবে নিহত হয় বাংলাদেশি কিশোরী ফেলানী।
এ ঘটনার পর বিএসএফের বিশেষ আদালতে অমিয় ঘোষকে অভিযুক্ত করে একটি অভিযোগ গঠন করা হয়। দুই বছর আট মাস পর ২০১৩ সালের ৬ সেপ্টেম্বর অভিযুক্ত অমিয় ঘোষকে নির্দোষ রায় দেন বিএসএফের বিশেষ আদালত।
সেই রায় যথার্থ মনে করেননি বিএসএফ মহাপরিচালক। তিনি রায় পুনর্বিবেচনার অনুরোধ করেছিলেন। দ্বিতীয় দফায় ২ জুলাই ২০১৫ বিএসএফের বিশেষ আদালত পুনরায় অভিযুক্ত অমিয় ঘোষকে নির্দোষ ঘোষণা করে রায় দেন।